প্রকাশ : ০২ মার্চ ২০১৮, ০৬:০৪ পিএমআপডেট : ০২ মার্চ ২০১৮, ০৬:০৫ পিএম
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
এলপিজি গ্যাসের দাম ও নিয়ন্ত্রক সংস্থা ঠিক করতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শক্রবার সকালে রাজধানীর মহাখালীতে একটি অটোগ্যাস স্টেশন উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিকল্প অনেক জ্বালানি আসবে তাই এ বিষয়কে সামনে রেখে মূল্য কাঠামো ঠিক করতে হবে। এছাড়া দুর্ঘটনা রোধে বিস্ফোরক অধিদপ্তরকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে গ্যাসের দাম বাড়ানোর আভাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এলএনজি আমদানির পর শিল্প ও বাণিজ্যিক সংযোগে দাম সমন্বয় করতে হবে। অবশ্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রেও দাম বাড়ানো হবে কি না- তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী। কবে থেকে গ্যাসের দাম বাড়তে পারে, সে বিষয়েও সুনির্দিষ্ট কিছু বলেননি।
সরকারের হস্তক্ষেপে ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে বিমান টিকিটের দাম কমেছে ৭৫ শতাংশ পর্যন্ত। এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
মার্চের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এই তথ্য...
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি তেমন কাজে আসবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এর পুরোপুরি সুবিধা পেতে এককালীন শোধের পরিমাণ কমানোর পাশাপাশি, আন্তর্জাতিক মানের এক্সিট পলিসি চান তারা।...
চট্টগ্রাম নগরীর নতুন ফিসারিঘাট থেকে মৎস্যজীবীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কর্মসূচি পালন করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের...
এলপিজির দাম ঠিক করতে জ্বালানি বিভাগকে নির্দেশ
শক্রবার সকালে রাজধানীর মহাখালীতে একটি অটোগ্যাস স্টেশন উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিকল্প অনেক জ্বালানি আসবে তাই এ বিষয়কে সামনে রেখে মূল্য কাঠামো ঠিক করতে হবে। এছাড়া দুর্ঘটনা রোধে বিস্ফোরক অধিদপ্তরকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে গ্যাসের দাম বাড়ানোর আভাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এলএনজি আমদানির পর শিল্প ও বাণিজ্যিক সংযোগে দাম সমন্বয় করতে হবে। অবশ্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রেও দাম বাড়ানো হবে কি না- তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী। কবে থেকে গ্যাসের দাম বাড়তে পারে, সে বিষয়েও সুনির্দিষ্ট কিছু বলেননি।
/এমআর/