প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ০৬:১৪ পিএমআপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৬:১৫ পিএম
তৈরি পোশাক খাতে কর্মসংস্থান বৃদ্ধির হার কমেছে
তৈরি পোশাক খাতে কমেছে কর্মসংস্থান বৃদ্ধির হার। এ ছাড়া উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ায় কমছে নারীদের অংশগ্রহণ। এমনকি মজুরি ক্ষেত্রেও পুরুষের চেয়ে কম পাচ্ছেন নারীরা। শনিবার সকালে রাজধানীর গুলশানে পোশাক খাতের সার্বিক পরিস্থিতির ওপর সিপিডির প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। দেশের ১৬ শতাংশ তৈরি পোশকপ্রতিষ্ঠানে বিদেশিরাও কাজ করছেন। তাদের সংখ্যা শতাধিক বলেও জানান গবেষকরা।
২০১২ থেকে ২০১৬-- পাঁচ বছরে তৈরি পোশাক খাতে কর্মসংস্থান বৃদ্ধির হার ৩ দশমিক ৩ শতাংশ। যা ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিল ৪ দশমিক শূন্য এক শতাংশ। গেলো পাঁচ বছরে কর্মসংস্থান প্রবৃদ্ধি কমেছে দশমিক সাত এক শতাংশ। ১৯৩টি প্রতিষ্ঠানে সিপিডির জরিপে উঠে এসেছে এই চিত্র।
এদিকে, রানা প্লাজা দুর্ঘটনার পর, বিনিয়োগে ধস নামলেও আবার তা ঘুরে দাঁড়াচ্ছে। তবে এ খাতে সামাজিক উন্নতি হলেও পিছিয়ে আছে অর্থনৈতিক অগ্রগতি।
প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক খাতে বর্তমানে ৪৭ দশমিক ৩ ভাগ বড় প্রতিষ্ঠান ও ২৫ ভাগ ছোট প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে কমছে নারীদের অংশগ্রহণ। এমনিক নারী-পুরুষের মজুরিতেও রয়েছে বৈষম্য। পুরুষদের গড় বেতন ৭ হাজার ২৭০ টাকা, অপরদিকে নারীদের ৭ হাজার ৫৮ টাকা। ২ হাজার শ্রমিকের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিপিডি।
বিজিএমইএর সভাপতি জানান, বন্দরের নানা জটিলতায় সময়মতো পৌঁছানো যাচ্ছে না রপ্তানি পণ্য। এর প্রভাব পড়ছে পণ্যের দামের ওপর। তবে শ্রমিকদের প্রয়োজনীয়তা ও মালিকদের সক্ষমতার কথা ভেবে, এ মাসেই নতুন করে মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনার কথা জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এখনো অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। রাজধানীর আগারগাঁওয়ে এসডিজি...
মার্চের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এই তথ্য...
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি তেমন কাজে আসবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এর পুরোপুরি সুবিধা পেতে এককালীন শোধের পরিমাণ কমানোর পাশাপাশি, আন্তর্জাতিক মানের এক্সিট পলিসি চান তারা।...
বিদ্যুৎ-বিভ্রাটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী ফ্লাইট। দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা...
চট্টগ্রাম নগরীর নতুন ফিসারিঘাট থেকে মৎস্যজীবীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কর্মসূচি পালন করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের...
তৈরি পোশাক খাতে কর্মসংস্থান বৃদ্ধির হার কমেছে
২০১২ থেকে ২০১৬-- পাঁচ বছরে তৈরি পোশাক খাতে কর্মসংস্থান বৃদ্ধির হার ৩ দশমিক ৩ শতাংশ। যা ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিল ৪ দশমিক শূন্য এক শতাংশ। গেলো পাঁচ বছরে কর্মসংস্থান প্রবৃদ্ধি কমেছে দশমিক সাত এক শতাংশ। ১৯৩টি প্রতিষ্ঠানে সিপিডির জরিপে উঠে এসেছে এই চিত্র।
এদিকে, রানা প্লাজা দুর্ঘটনার পর, বিনিয়োগে ধস নামলেও আবার তা ঘুরে দাঁড়াচ্ছে। তবে এ খাতে সামাজিক উন্নতি হলেও পিছিয়ে আছে অর্থনৈতিক অগ্রগতি।
প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক খাতে বর্তমানে ৪৭ দশমিক ৩ ভাগ বড় প্রতিষ্ঠান ও ২৫ ভাগ ছোট প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে কমছে নারীদের অংশগ্রহণ। এমনিক নারী-পুরুষের মজুরিতেও রয়েছে বৈষম্য। পুরুষদের গড় বেতন ৭ হাজার ২৭০ টাকা, অপরদিকে নারীদের ৭ হাজার ৫৮ টাকা। ২ হাজার শ্রমিকের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিপিডি।
বিজিএমইএর সভাপতি জানান, বন্দরের নানা জটিলতায় সময়মতো পৌঁছানো যাচ্ছে না রপ্তানি পণ্য। এর প্রভাব পড়ছে পণ্যের দামের ওপর। তবে শ্রমিকদের প্রয়োজনীয়তা ও মালিকদের সক্ষমতার কথা ভেবে, এ মাসেই নতুন করে মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনার কথা জানান তিনি।
/এমআর/