ধস ঠেকাতে পুঁজিবাজার আইন সংস্কার হচ্ছে: শিল্পমন্ত্রী
প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ০৬:১৭ পিএমআপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৬:১৮ পিএম
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
পুঁজিবাজারে ধস ঠেকাতে আইনের সংস্কার হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, যারা বাজারে ধস নামায়, তারা ব্যবসায়িক কৌশলেই এটা করেন। এই প্রবণতা রোধ করতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানান মন্ত্রী। সকালে বরিশালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির সম্মেলনে এসব কথা জানান শিল্পমন্ত্রী।
বিনিয়োগকারীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে সহায়তার লক্ষ্যে সব বিভাগীয় শহরে সম্মেলন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন বরিশালে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। কারসাজি বন্ধে নেয়া হয়েছে আইন সংস্কারের উদ্যোগও। পুঁজিবাজারে বিনিয়োগকারীদেরও গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
সম্মেলনে বিনিয়োগকারীরা দাবি করেন, পুঁজিবাজারে তাদের স্বার্থ রক্ষায় বড় হাউজগুলোর শেয়ার বিক্রি বন্ধের পাশাপাশি কারসাজি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
বরিশালে শনিবার একদিনের এই সম্মেলনে অংশ নেন সাড়ে সাতশো বিনিয়োগকারী ও উদ্যোক্তা।
সরকারের হস্তক্ষেপে ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে বিমান টিকিটের দাম কমেছে ৭৫ শতাংশ পর্যন্ত। এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
মার্চের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এই তথ্য...
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি তেমন কাজে আসবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এর পুরোপুরি সুবিধা পেতে এককালীন শোধের পরিমাণ কমানোর পাশাপাশি, আন্তর্জাতিক মানের এক্সিট পলিসি চান তারা।...
চট্টগ্রাম নগরীর নতুন ফিসারিঘাট থেকে মৎস্যজীবীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কর্মসূচি পালন করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের...
ধস ঠেকাতে পুঁজিবাজার আইন সংস্কার হচ্ছে: শিল্পমন্ত্রী
বিনিয়োগকারীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে সহায়তার লক্ষ্যে সব বিভাগীয় শহরে সম্মেলন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন বরিশালে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। কারসাজি বন্ধে নেয়া হয়েছে আইন সংস্কারের উদ্যোগও। পুঁজিবাজারে বিনিয়োগকারীদেরও গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
সম্মেলনে বিনিয়োগকারীরা দাবি করেন, পুঁজিবাজারে তাদের স্বার্থ রক্ষায় বড় হাউজগুলোর শেয়ার বিক্রি বন্ধের পাশাপাশি কারসাজি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
বরিশালে শনিবার একদিনের এই সম্মেলনে অংশ নেন সাড়ে সাতশো বিনিয়োগকারী ও উদ্যোক্তা।
/এমআর/