প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে তালিকাভুক্তি হয়নি পাট
প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ০৬:৫০ পিএমআপডেট : ০৫ মার্চ ২০১৮, ০৭:০৯ পিএম
পাট জাত পণ্য
প্রধানমন্ত্রীর নির্দেশের দুই বছর পরও প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে তালিকাভুক্ত হয়নি পাট। ফলে রপ্তানিতে নগদ সহায়তা ও কম সুদে ব্যাংক ঋণ পাচ্ছেনা উদ্যোক্তারা। এজন্য অর্থমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা দায়ী বলে অভিযোগ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।
পাটপণ্যের রপ্তানি বাড়াতে ২০১৬ সালে পাটকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসেবে তালিকাভুক্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তা হলে পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা পাবেন ব্যবসায়ীরা। দুই বছরে এ নিয়ে বাংলাদেশ ব্যাংক, কৃষি ও অর্থ মন্ত্রণালয়ে কয়েক দফায় চিঠি চালাচালি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিন বছরে পাটের উৎপাদন বেড়েছে ২৫ ভাগ। গত অর্থবছরে পাটপণ্য রপ্তানি করে আয় হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, সমন্বিত পরিকল্পনা নিলে পাঁচ বছরে রপ্তানি পাঁচগুণ বাড়ানো সম্ভব।
পাট থেকে ২৪০ ধরণের পণ্য উৎপাদন করছে বেসরকারি খাত। অথচ সরকারি পাটকলগুলোর শোচনীয় অবস্থা। বিজেএমসি বলছে, দক্ষ লোকবলের অভাব আর মজুরি বৈষম্যই এর কারণ।
পাট নিয়ে সচেতনতা বাড়াতে ২ বছর ধরে ৬ মার্চ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এবারের প্রতিপাদ্য- সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।
গত বছরের জানুয়ারিতে মাঝ আকাশে জরুরি অবস্থা তৈরি এবং ২০১৮ ও ২০১৯ এ বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের দুটি প্রাণঘাতি দুর্ঘটনার পর মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ওপর আমেরিকানদের আস্থা করেছে বলে...
২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়ন অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তাই এখনই গতানুগতিক বাজেট থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। এছাড়া,...
দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে। চলতি অর্থবছর এখন পর্যন্ত ৩৮ হাজার ৫১০ কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। শেষ এক মাস ১০ দিনে আগের ছয় মাসের প্রায় দ্বিগুণ ঋণ নিয়েছে সরকার।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে তালিকাভুক্তি হয়নি পাট
পাটপণ্যের রপ্তানি বাড়াতে ২০১৬ সালে পাটকে প্রক্রিয়াজাত কৃষি পণ্য হিসেবে তালিকাভুক্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তা হলে পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা পাবেন ব্যবসায়ীরা। দুই বছরে এ নিয়ে বাংলাদেশ ব্যাংক, কৃষি ও অর্থ মন্ত্রণালয়ে কয়েক দফায় চিঠি চালাচালি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিন বছরে পাটের উৎপাদন বেড়েছে ২৫ ভাগ। গত অর্থবছরে পাটপণ্য রপ্তানি করে আয় হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, সমন্বিত পরিকল্পনা নিলে পাঁচ বছরে রপ্তানি পাঁচগুণ বাড়ানো সম্ভব।
পাট থেকে ২৪০ ধরণের পণ্য উৎপাদন করছে বেসরকারি খাত। অথচ সরকারি পাটকলগুলোর শোচনীয় অবস্থা। বিজেএমসি বলছে, দক্ষ লোকবলের অভাব আর মজুরি বৈষম্যই এর কারণ।
পাট নিয়ে সচেতনতা বাড়াতে ২ বছর ধরে ৬ মার্চ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এবারের প্রতিপাদ্য- সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।