প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ০৬:০৬ পিএমআপডেট : ১২ অক্টোবর ২০১৮, ০৬:১০ পিএম
অর্থনীতিতে আবহাওয়ার প্রভাব নিয়ে জাতিসংঘের প্রতিবেদন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ গত ২০ বছরে শতকরা ২৫১ ভাগ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ক্ষতির এ অস্বাভাবিক হারের অর্থনৈতিক মূল্য ২ হাজার ৯০৮ বিলিয়ন ডলার। এর মধ্যে আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগে ক্ষতি হয়েছে ২ হাজার ২৪৫ বিলিয়ন ডলার, যা মোট ক্ষতির ৭৭ ভাগ।
বৈশ্বিক অর্থনীতিতে আবহাওয়ার প্রভাব নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে ১৯৭৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অর্থনৈতিকভাবে ক্ষতি হওয়া মোট ১ হাজার ৩১৩ বিলিয়ন ডলারের সাথে পরবর্তী ২০ বছরের ক্ষতির তুলনা করা হয়েছে। যার মধ্যে শুধু জলবায়ু-সংক্রান্ত বিপর্যয় ছিল ৬৮ ভাগ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি ৯৪৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।
ঝড়, বন্যা এবং ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ইউরোপের দশটি দেশ। যাদের মধ্যে ফ্রান্সের ক্ষতির পরিমাণ ছিল ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার, জার্মানির ৫৭ দশমিক ৬ বিলিয়ন এবং ইতালি ৫৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।
আবারো বাড়ল স্বর্ণের দাম। চলতি বছর এই নিয়ে টানা ৬ বারে ১১ হাজার ৫২৪ টাকা বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এখন ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ভরিপ্রতি দেড় লাখ টাকা গুনতে হবে ক্রেতাদের।
সংকোচনমূলক মুদ্রানীতির ফলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান কমবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। নীতি সুদহার না কমানোয় ক্ষোভ জানান তারা। বিশ্লেষকরা বলছেন, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব...
অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ...
সিএনজিচালিত অটোরিকশা চালকেরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ১০...
প্রাকৃতিক দুর্যোগে ২০ বছরে ক্ষতি ২,৯০৮ বিলিয়ন
বৈশ্বিক অর্থনীতিতে আবহাওয়ার প্রভাব নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে ১৯৭৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অর্থনৈতিকভাবে ক্ষতি হওয়া মোট ১ হাজার ৩১৩ বিলিয়ন ডলারের সাথে পরবর্তী ২০ বছরের ক্ষতির তুলনা করা হয়েছে। যার মধ্যে শুধু জলবায়ু-সংক্রান্ত বিপর্যয় ছিল ৬৮ ভাগ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি ৯৪৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।
ঝড়, বন্যা এবং ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ইউরোপের দশটি দেশ। যাদের মধ্যে ফ্রান্সের ক্ষতির পরিমাণ ছিল ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার, জার্মানির ৫৭ দশমিক ৬ বিলিয়ন এবং ইতালি ৫৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।
//এমআর//