প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১১:১৩ এএমআপডেট : ০২ নভেম্বর ২০১৮, ০৪:১৯ পিএম
বিডা
সরকারের সদিচ্ছার প্রতিফলন নেই সহজে ব্যবসা সূচকে। বিশ্বব্যাংকের র্যাংকিংয়ে এক ধাপ এগোলেও সন্তুষ্ট হতে পারছে না খোদ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা। সংস্থার চেয়ারম্যান জানান, ব্যাংক কোম্পানি আইন সংশোধনসহ সরকারের নেয়া অনেক পদক্ষেপ ইতিবাচক না হওয়ায় উন্নতি হয়নি।
ব্যবসা শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতিসহ দশ ভিত্তিতে সহজে ব্যবসা সূচক তৈরি করে বিশ্বব্যাংক। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে, বাংলাদেশ এক ধাপ এগোলেও একশ ৯০ দেশের মধ্যে অবস্থান একশ ৭৬তম।
প্রতিবেদন বলছে, সূচকের ১০ ভিত্তির মাত্র তিনটিতে অগ্রগতি। আগের বছরের তুলনায় বিদ্যুৎ সংযোগ পাওয়া, জমি নিবন্ধন ও কর ব্যবস্থায় উন্নতি হয়েছে। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীর সুরক্ষা, অবকাঠামো নির্মাণের অনুমতি, ব্যবসা শুরু, বৈদেশিক বাণিজ্য, ঋণ পাওয়া, ও দেউলিয়া ঘোষণা প্রক্রিয়া এই ছয় ভিত্তিতে অবনতি হয়েছে।
অবস্থার উন্নয়নে ২০১৬ সালে সংস্কারের জোড়ালো উদ্যোগ নেয় সরকার। গঠন করা হয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। ২০২১ সালের মধ্যে সংস্থাটি র্যাংকিং এ একশোর মধ্যে বাংলাদেশকে আনার ঘোষণাও দেয়। কিন্তু দুই বছরে অবস্থার কোন পরিবর্তন হয়নি।
এ অবস্থায় হতাশ ব্যবসায়ীরাও। তাই সংস্কার প্রক্রিয়ায় বেসরকারি খাতকেও সম্পৃক্ত করার পরামর্শ তাদের।
প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। অথচ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এগিয়েছে ১৬ ধাপ আর প্রতিবেশি দেশ ভারত এগিয়েছে ২৩ ধাপ। আর তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ড।
দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়নে নতুন তহবিল করা হলেও তা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা বলছেন, বিভিন্ন শর্ত থাকায় এই উদ্যোগ নতুন ও ছোট ব্যবসায়ীদের জন্য সুফল...
তুলা আমদানির ওপর আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সুবিধা পাবে পোশাক খাতের বেশ কিছু পণ্য। বৃহস্পতিবার এনবিআরের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
ঊর্ধ্বমুখী ধারায় ফেরার পাশাপাশি ঢাকার শেয়ার বাজারে লেনদেনের গতিও বাড়তে দেখ যাচ্ছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে আট মাস পর লেনদন ছাড়িয়েছে সাড়ে ৭০০ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে ৩৮...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।
অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতা বা উঁচু জায়গার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয়। এটি শুধু পাহাড়, উঁচু ভবন বা ছাদে ওঠার সময় নয়, এমনকি কখনও কখনও সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ঘটতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি...
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল ১৪ ঘণ্টা বন্ধ ছিল। এতে ফেরি পারাপারের অপেক্ষায় নরসিংহপুর ঘাট এলাকায় অন্তত দেড় শতাধিক যানবাহন...
সরকারের অনেক পদক্ষেপ ইতিবাচক নয়: বিডা
ব্যবসা শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতিসহ দশ ভিত্তিতে সহজে ব্যবসা সূচক তৈরি করে বিশ্বব্যাংক। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে, বাংলাদেশ এক ধাপ এগোলেও একশ ৯০ দেশের মধ্যে অবস্থান একশ ৭৬তম।
প্রতিবেদন বলছে, সূচকের ১০ ভিত্তির মাত্র তিনটিতে অগ্রগতি। আগের বছরের তুলনায় বিদ্যুৎ সংযোগ পাওয়া, জমি নিবন্ধন ও কর ব্যবস্থায় উন্নতি হয়েছে। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীর সুরক্ষা, অবকাঠামো নির্মাণের অনুমতি, ব্যবসা শুরু, বৈদেশিক বাণিজ্য, ঋণ পাওয়া, ও দেউলিয়া ঘোষণা প্রক্রিয়া এই ছয় ভিত্তিতে অবনতি হয়েছে।
অবস্থার উন্নয়নে ২০১৬ সালে সংস্কারের জোড়ালো উদ্যোগ নেয় সরকার। গঠন করা হয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। ২০২১ সালের মধ্যে সংস্থাটি র্যাংকিং এ একশোর মধ্যে বাংলাদেশকে আনার ঘোষণাও দেয়। কিন্তু দুই বছরে অবস্থার কোন পরিবর্তন হয়নি।
এ অবস্থায় হতাশ ব্যবসায়ীরাও। তাই সংস্কার প্রক্রিয়ায় বেসরকারি খাতকেও সম্পৃক্ত করার পরামর্শ তাদের।
প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। অথচ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এগিয়েছে ১৬ ধাপ আর প্রতিবেশি দেশ ভারত এগিয়েছে ২৩ ধাপ। আর তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ড।
/এ এইচ/