রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন প্রবাসীরা
প্রকাশ : ০৫ জুন ২০১৯, ১০:৫১ এএমআপডেট : ০৫ জুন ২০১৯, ০১:১৩ পিএম
রেমিট্যান্স পাঠালেই প্রণোদনা
আগামী বাজেটে প্রবাসীদের জন্য সুখবর থাকছে। তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে দেয়া হবে নগদ প্রণোদনা। এজন্য খসড়া বাজেটে ২ হাজার আটশো কোটি টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়।
গেল অর্থবছরে দেড় হাজার কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর বাইরে আরও অন্তত এক হাজার কোটি ডলার রেমিট্যান্স এসেছে অবৈধ পথে। তাদের যুক্তি, ঝামেলা এড়াতে হুন্ডি ব্যবসায়ীদের দ্বারস্থ হয়েছেন অনেকে।
এই অবস্থার পরিবর্তন আনতে গত কয়েক বছর নানা পরিকল্পনা নিয়েছে সরকার। এবার আরেক চমক আসছে প্রবাসীদের জন্য। এই প্রথম সেবা খাত হিসেবে প্রবাসী আয়ে আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম বলেন, আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মাননীয় অর্থমন্ত্রীকে পত্র দিয়েছে। এতে সুপারিশ করা হয়েছে, যাতে বিদেশ থেকে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠায় তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়।
প্রবাসীরা বছরে যে পরিমাণ টাকা পাঠাবেন, তার ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দেয়ার চিন্তা করা হচ্ছে। এতে প্রবাসীদের উৎসাহ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। রেমিট্যান্স যারা পাঠায় তাদের পেছনে রাষ্ট্রের কোনো ব্যয় হয়না। তারা নিজেদের অর্থে বিদেশে যায় এবং তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়। প্রেরিত অর্থের ওপর প্রণোদনা পেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা আরও উৎসাহিত হবে।
আসছে বাজেটে বরাদ্দ রাখা হলেও কিভাবে আর্থিক প্রণোদনা দেয়া হবে তা নিয়ে নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। প্রণোদনা দেয়ার পদ্ধতি সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের।
ড. সালেহ উদ্দিন আহমেদ আরো বলেন, যদি এমন হয় যে, প্রবাসীরা যে অর্থটা দেশে পাঠাবে তার ওপর প্রণোদনাটা মূল অর্থ তোলার সাথে সাথেই পাবে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে পরে পাবে, আবেদন করতে হবে। তাহলে এ পদক্ষেপটা সফল হবেনা।
তবে, শুধু প্রণোদনা দিয়েই রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। এজন্য ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো সহজ ও দ্রুত করার পরামর্শ তাদের।
দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল, বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড হিসেবে আবারো যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের...
গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে এসেছে। চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের...
বিশ্বজুড়ে গত বছর সামরিক ব্যয় ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। স্নায়ু যুদ্ধের পর থেকে ২০২৪ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সুইডেনের স্টকহোম...
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
পরকীয়ার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও ইমাম ওমর ফারুককে (৩৫) পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহিদুল ইসলাম। মারধরের পর তিনি দাবি করেছেন, ‘আমার সাথে ওই নারীর কোন শারীরিক সম্পর্ক নেই।...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. শাকিল (২৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় কোপানো হয়েছে তার ছোট ভাইকে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের...
রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন প্রবাসীরা
গেল অর্থবছরে দেড় হাজার কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর বাইরে আরও অন্তত এক হাজার কোটি ডলার রেমিট্যান্স এসেছে অবৈধ পথে। তাদের যুক্তি, ঝামেলা এড়াতে হুন্ডি ব্যবসায়ীদের দ্বারস্থ হয়েছেন অনেকে।
এই অবস্থার পরিবর্তন আনতে গত কয়েক বছর নানা পরিকল্পনা নিয়েছে সরকার। এবার আরেক চমক আসছে প্রবাসীদের জন্য। এই প্রথম সেবা খাত হিসেবে প্রবাসী আয়ে আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম বলেন, আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মাননীয় অর্থমন্ত্রীকে পত্র দিয়েছে। এতে সুপারিশ করা হয়েছে, যাতে বিদেশ থেকে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠায় তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়।
প্রবাসীরা বছরে যে পরিমাণ টাকা পাঠাবেন, তার ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দেয়ার চিন্তা করা হচ্ছে। এতে প্রবাসীদের উৎসাহ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। রেমিট্যান্স যারা পাঠায় তাদের পেছনে রাষ্ট্রের কোনো ব্যয় হয়না। তারা নিজেদের অর্থে বিদেশে যায় এবং তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়। প্রেরিত অর্থের ওপর প্রণোদনা পেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা আরও উৎসাহিত হবে।
আসছে বাজেটে বরাদ্দ রাখা হলেও কিভাবে আর্থিক প্রণোদনা দেয়া হবে তা নিয়ে নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। প্রণোদনা দেয়ার পদ্ধতি সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের।
ড. সালেহ উদ্দিন আহমেদ আরো বলেন, যদি এমন হয় যে, প্রবাসীরা যে অর্থটা দেশে পাঠাবে তার ওপর প্রণোদনাটা মূল অর্থ তোলার সাথে সাথেই পাবে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে পরে পাবে, আবেদন করতে হবে। তাহলে এ পদক্ষেপটা সফল হবেনা।
তবে, শুধু প্রণোদনা দিয়েই রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। এজন্য ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো সহজ ও দ্রুত করার পরামর্শ তাদের।
/এইচ.এ/