প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০৫:০৬ পিএমআপডেট : ০১ আগস্ট ২০২২, ০৯:৩২ পিএম
ফাইল ছবি
নিষিদ্ধ করা হলেও এখনো খোলা সয়াবিন ও পাম তেল বাজারে বিক্রি করা হচ্ছে। আগের তেল মজুত থাকায় এখনো বাজারে খোলা তেল বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন, খোলা তেল বন্ধ করার আগে ২৫০ মিলিলিটারের বোতল কিংবা প্যাকেট বাজারে ছাড়তে হবে।
তেলের বাজারে শৃঙ্খলা ফেরানো, ভেজাল তেল রোধ করাসহ নানা কারণে খোলা তেল বিক্রি বন্ধ করার চেষ্টা করছে শিল্প মন্ত্রণালয়। সম্প্রতি বেশ কয়েকবার খোলা তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হলেও তা কাজে আসেনি।
সম্প্রতি খোলা তেল বিক্রি নিষিদ্ধ করে ৩১ জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়। তবে সোমবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, এখনো আগের মতোই খোলা তেল বিক্রি করছেন দোকানিরা। তারা বলছেন, আগের তেল মজুত থাকায় তা বিক্রি করছেন।
তবে ক্রেতারা বলছেন, সাশ্রয়ীমূল্যে তেল পেতেই তারা খোলা তেল কেনেন। তবে ছোট ছোট প্যাকেটে তেল পাওয়া গেলে তাদের জন্য সুবিধা হবে।
তেল কোম্পানিগুলোর দাবি, বাজারে এখনো তাদের অনেক তেল মজুত রয়েছে। তাই ঘোষণার পরপরই খোলাতেল বিক্রি বন্ধ করা সম্ভব হচ্ছে না।
এ ছাড়া শিল্পমন্ত্রণালয় ছোট প্যাকেটে তেল বিক্রির কথা বললেও কোম্পানিগুলো এখনো বাজারে ছাড়েনি। সেই সঙ্গে বাজার মনিটরিংও করতে দেখা যায়নি।
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ...
যুক্তরাষ্ট্র ও ইউএইসহ বিশ্বের ৪৫টি দেশে ইমিগ্রেন্ট ভিসা বিষয়ক পরামর্শ সেবা দেবে ভিএফএস গ্লোবাল। বাংলাদেশে ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ রায়াদ গ্রুপের সাথে যৌথভাবে...
ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২২ দশমিক ছয় দুই পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদনেও বেড়েছে ৯৬ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে প্রায় ৫৮ ভাগ প্রতিষ্ঠানের। এদিকে,...
নিরাপদ ও দ্রুত অর্থনৈতিক লেনদেনের মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে ডিজিটাল ওয়ালেট। এবার দেশে প্রথমবারের মতো মাস্টার ও ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংক চালু করলো গুগলের ডিজিটাল সেবা, গুগল...
সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ...
এখনো বন্ধ হয়নি খোলা তেল বিক্রি
তেলের বাজারে শৃঙ্খলা ফেরানো, ভেজাল তেল রোধ করাসহ নানা কারণে খোলা তেল বিক্রি বন্ধ করার চেষ্টা করছে শিল্প মন্ত্রণালয়। সম্প্রতি বেশ কয়েকবার খোলা তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হলেও তা কাজে আসেনি।
সম্প্রতি খোলা তেল বিক্রি নিষিদ্ধ করে ৩১ জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়। তবে সোমবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, এখনো আগের মতোই খোলা তেল বিক্রি করছেন দোকানিরা। তারা বলছেন, আগের তেল মজুত থাকায় তা বিক্রি করছেন।
তবে ক্রেতারা বলছেন, সাশ্রয়ীমূল্যে তেল পেতেই তারা খোলা তেল কেনেন। তবে ছোট ছোট প্যাকেটে তেল পাওয়া গেলে তাদের জন্য সুবিধা হবে।
তেল কোম্পানিগুলোর দাবি, বাজারে এখনো তাদের অনেক তেল মজুত রয়েছে। তাই ঘোষণার পরপরই খোলাতেল বিক্রি বন্ধ করা সম্ভব হচ্ছে না।
এ ছাড়া শিল্পমন্ত্রণালয় ছোট প্যাকেটে তেল বিক্রির কথা বললেও কোম্পানিগুলো এখনো বাজারে ছাড়েনি। সেই সঙ্গে বাজার মনিটরিংও করতে দেখা যায়নি।
/এম.এস/