প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ১০:৪৩ এএমআপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:০৪ পিএম
চট্টগ্রাম বন্দর
বিদায়ী অর্থবছরে রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। ২০২১-২২ অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৫ কোটি ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত গত অর্থবছরে রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়া, বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় বড় আকারের ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।
করোনার সময়ে বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পণ্যের চাহিদা বাড়তে থাকে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দামও বেড়ে যায় কয়েক গুণ। ফলে শিল্পের কাঁচামাল, জ্বালানি, খাদ্যসহ বিভিন্ন পণ্য আমদানি ব্যয়ও অস্বাভাবিকভাবে বাড়ে। এই পরিস্থিতিতে আরও বড় ধাক্কা হয়ে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আমদানি ব্যয় বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত আমদানির পেছনে ব্যয় হয়েছে ৮ হাজার ২৫০ কোটি ডলার। এই সময়ে রপ্তানি থেকে দেশ আয় করেছে চার হাজার ৯২৫ কোটি ডলার। আমদানি ব্যয় থেকে রপ্তানি আয় বাদ দিলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৩ হাজার ৩২৫ কোটি ডলার। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।
একইসঙ্গে সেবা খাতে আয় হয়েছে ৯৯৮ কোটি ডলার এবং ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫ কোটি ডলার। সে হিসেবে ঘাটতি মোট ৩৮৭ কোটি ডলার। এই পরিস্থিতিতে অর্থনীতি স্বাভাবিক রাখতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদেরা।
২০২১-২২ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যেও ঘাটতি হয়েছে এক হাজার ৮৬৯ কোটি ৭০ লাখ ডলার। তবে বিদায়ী অর্থবছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭০ কোটি ৮০ লাখ ডলার।
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে চাকরিচ্যুত করার হুঁশিয়ার করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান। এ সময় তিনি আরও বলেন, ‘কাউকে খাতির করে ছাড় দেওয়া বা...
ফল আমদানিতে অগ্রিম কর ৫ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে সংস্থাটি। অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন জাতীয় রাজস্ব নীতি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আলাদা করে দুটি বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তাঁর প্রতি...
বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। কাহালু উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
রাজউকের গাফিলতিতে-- হাতিরঝিল এখন ময়লার ভাগাড়। নষ্ট হচ্ছে পরিবেশ। লেকে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। চুরি হয়েছে সড়ক বাতি। ভেঙে গেছে ওয়াকওয়ে। এ অবস্থায়, এর দায়িত্ব সিটি করপোরেশনকে দিতে বলছেন নগরবিদেরা।...
রেকর্ড বাণিজ্য ঘাটতি দেখল দেশ
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত গত অর্থবছরে রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়া, বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় বড় আকারের ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।
করোনার সময়ে বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পণ্যের চাহিদা বাড়তে থাকে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দামও বেড়ে যায় কয়েক গুণ। ফলে শিল্পের কাঁচামাল, জ্বালানি, খাদ্যসহ বিভিন্ন পণ্য আমদানি ব্যয়ও অস্বাভাবিকভাবে বাড়ে। এই পরিস্থিতিতে আরও বড় ধাক্কা হয়ে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আমদানি ব্যয় বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত আমদানির পেছনে ব্যয় হয়েছে ৮ হাজার ২৫০ কোটি ডলার। এই সময়ে রপ্তানি থেকে দেশ আয় করেছে চার হাজার ৯২৫ কোটি ডলার। আমদানি ব্যয় থেকে রপ্তানি আয় বাদ দিলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৩ হাজার ৩২৫ কোটি ডলার। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।
একইসঙ্গে সেবা খাতে আয় হয়েছে ৯৯৮ কোটি ডলার এবং ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫ কোটি ডলার। সে হিসেবে ঘাটতি মোট ৩৮৭ কোটি ডলার।
এই পরিস্থিতিতে অর্থনীতি স্বাভাবিক রাখতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদেরা।
২০২১-২২ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যেও ঘাটতি হয়েছে এক হাজার ৮৬৯ কোটি ৭০ লাখ ডলার। তবে বিদায়ী অর্থবছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭০ কোটি ৮০ লাখ ডলার।