প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০৮:৪১ পিএমআপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৯:২৪ এএম
ফাইল ছবি
সয়াবিন তেলের দাম আবারো বাড়াতে চায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মিল মালিকরা।
এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।
তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসায়ীদের প্রস্তাব যাচাই-বাছাই করে মন্ত্রণালয়কে জানাবে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এরপর মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ডলারের চড়া দামকে এ প্রস্তাবের জন্য দায়ি করেন বাণিজ্যমন্ত্রী।
মূলত ভোজ্যতেলের দাম বাড়ানোর ক্ষেত্রে কোম্পানিগুলো ট্যারিফ কমিশনকে প্রস্তাব দেয়। এরপর কমিশন তা পর্যালোচনা করে। সে অনুযায়ী নির্ধারিত হয় তেলের মূল্য।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। স্বাধীনতার ৫৪ বছরে শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ।...
আগামী জুনের মধ্যে ঋণের সব শর্ত পূরণ করে আইএমএফ চতুর্থ কিস্তির অর্থ ছাড় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের...
এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) সঙ্গে যৌথ উদ্যোগে একটি উদ্ভাবনী কাস্টমার রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে গ্রামীণফোন। এই প্রথমবারের মতো ডিজিটাল সুবিধার পাশাপাশি কেনাকাটায় এমন অফার চালু...
চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা ও নিষ্পত্তি, দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ার কারণে এলসি খোলা ও নিষ্পত্তি বেড়েছে।
সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বাংলা ভাষার ব্যাপারে পশ্চিমা শাসকবর্গ একগুঁয়েমীর পরিচয় দিয়েছে প্রথমটায়। হয়তো তার পেছনে ভয় ছিল, স্বার্থ নষ্ট হবার ভয়, কিন্তু পরে যখন তারা দেখেছে যে এ-আন্দোলন কিছুতেই স্তব্ধ হবার নয় তখন ১৯৫৬ সালে এবং...
একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ সময়কালের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। যেখানে ফুটে উঠে একটি শহীদ পরিবারের বিড়ম্বনার কথা। হারুন রশীদের রচনায় এটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। ...
সয়াবিন তেল লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব
এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।
তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসায়ীদের প্রস্তাব যাচাই-বাছাই করে মন্ত্রণালয়কে জানাবে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এরপর মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ডলারের চড়া দামকে এ প্রস্তাবের জন্য দায়ি করেন বাণিজ্যমন্ত্রী।
মূলত ভোজ্যতেলের দাম বাড়ানোর ক্ষেত্রে কোম্পানিগুলো ট্যারিফ কমিশনকে প্রস্তাব দেয়। এরপর কমিশন তা পর্যালোচনা করে। সে অনুযায়ী নির্ধারিত হয় তেলের মূল্য।