প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০৩:১২ পিএমআপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩:২২ পিএম
ফাইল ছবি
আবারো ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত সোমবার থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এক প্রজ্ঞাপনে ১৪ শতাংশের বেশি দাম বাড়ানোর কথা জানিয়েছে বিপিসি।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটারের দাম ৭৪ টাকা থেকে ১১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ টাকা। এতে খরচ বাড়বে সরকারি বিদ্যুৎ কেন্দ্রের। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র্রের মালিকরা নিজেরাই এই তেল আমদানি করে থাকে।
এর ফলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র্রের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি কার্যকর হবে না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছাড়াও বিভিন্ন কারখানা, জাহাজ ও ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ফার্নেস অয়েল।
তবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজেরাই ফার্নেস অয়েল আমদানি করে উৎপাদনে কাজ চালায়। সেক্ষেত্রে বিভিন্ন সরকারি মিল-কারখানায় বিপিসির নির্ধারিত মূল্যের প্রভাব পড়বে না।
এর আগে, ২৫ মার্চ ১৯ শতাংশের বেশি দাম বাড়ানো হয়েছিল এই জ্বালানি তেলের। তখন প্রতি লিটারের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৭৪ টাকা হয়। এ ছাড়া গত বছরের ৫ নভেম্বর প্রতি লিটারে প্রায় ১৭ শতাংশ বেড়ে দাম হয়েছিল ৬৫ টাকা।
শেয়ার বাজারের কাঠামোগত উন্নয়ন করতে টাস্কফোর্স গঠন করা হলেও নেই কোনো অগ্রগতি। প্রায় ৭ মাস পার হলেও শেয়ার বাজারে নেই এর কোনো প্রভাব। প্রতিদিনই সূচকের সঙ্গে কমছে বিনিয়োগকারীর সংখ্যাও। তবে টাস্কফোর্স...
কক্সবাজারের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া করপোরেশনের সাথে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বন্দরের একটি...
লাগামহীন স্বর্ণের দামে দোকানে বেচাকেনা কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন, অনেকেই আসছেন পুরাতন স্বর্ণ বিক্রি করতে। আবার যারা আসছেন, তারাও প্রয়োজনের তুলনায় কিনছেন অনেক কম।
আগামী জুলাই থেকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইমিগ্রেশন ও কাস্টমসসহ সব...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
আরেক দফা বাড়ল ফার্নেস অয়েলের দাম
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটারের দাম ৭৪ টাকা থেকে ১১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ টাকা। এতে খরচ বাড়বে সরকারি বিদ্যুৎ কেন্দ্রের। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র্রের মালিকরা নিজেরাই এই তেল আমদানি করে থাকে।
এর ফলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র্রের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি কার্যকর হবে না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছাড়াও বিভিন্ন কারখানা, জাহাজ ও ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ফার্নেস অয়েল।
তবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজেরাই ফার্নেস অয়েল আমদানি করে উৎপাদনে কাজ চালায়। সেক্ষেত্রে বিভিন্ন সরকারি মিল-কারখানায় বিপিসির নির্ধারিত মূল্যের প্রভাব পড়বে না।
এর আগে, ২৫ মার্চ ১৯ শতাংশের বেশি দাম বাড়ানো হয়েছিল এই জ্বালানি তেলের। তখন প্রতি লিটারের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৭৪ টাকা হয়। এ ছাড়া গত বছরের ৫ নভেম্বর প্রতি লিটারে প্রায় ১৭ শতাংশ বেড়ে দাম হয়েছিল ৬৫ টাকা।
/এম.এস/