প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০২:৩৫ পিএমআপডেট : ২২ আগস্ট ২০২২, ০৬:৪৮ পিএম
ফাইল ছবি
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিপ্রতি এক হাজার ২২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সোমবার থেকেই কার্যকর হবে নতুন দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী সোমবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন দাম অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বণের দাম পড়বে ৬৮ হাজার ১১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
এর আগে টানা তিন দফা বাড়ার পর গত বুধবার, ১৭ আগস্ট দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে তখন ২ হাজার ২৭৫ টাকা কমে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়ায় ৮২ হাজার ৫৬ টাকা, যা তার আগে ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।
রোববার বড় ধরনের দরপতনের একদিন পর আজ ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। সোমবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৭ দশমিক চার দুই পয়েন্ট। তবে লেনদেন এখনও রয়েছে ৩০০ কোটির নিচে। শেয়ারদর বেড়েছে প্রায় ৫৫ ভাগ...
ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বাধাগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর তেহরান নিজেকে রক্ষার শপথ নিয়েছে। এ পরিস্থিতিতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সোমবার ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।...
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। সোমবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও ভিডিও দেখতে...
ফের বাড়ল স্বর্ণের দাম
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী সোমবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন দাম অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বণের দাম পড়বে ৬৮ হাজার ১১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
এর আগে টানা তিন দফা বাড়ার পর গত বুধবার, ১৭ আগস্ট দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে তখন ২ হাজার ২৭৫ টাকা কমে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়ায় ৮২ হাজার ৫৬ টাকা, যা তার আগে ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।
/এম.এস/