প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০৯:০৩ পিএমআপডেট : ২৩ আগস্ট ২০২২, ০১:৪৮ পিএম
ফাইল ছবি
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার সঙ্গে সময়সূচি মেলাতে ব্যাংকিং লেনদেন এক ঘণ্টা এগিয়ে সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের অফিসিয়াল কার্যক্রম বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৪ আগস্ট বুধবার থেকে নতুন সময় সূচি অনুযায়ী কার্যকর হবে। তবে দেশের বিভিন্ন স্থল,নৌ, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো পূর্বের সময়সূচি অনুযায়ীই কার্যক্রম পরিচালনা করবে।
বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থেকে ব্যাংকের লেনদেন সময়সূচি হবে সকাল ৯টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস শুরু হবে সকাল ৮টায়, চলবে বিকেল ৩টা পর্যন্ত। জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক খোলা থাকবে পাঁচটা পর্যন্ত।
মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্তের পর ব্যাংকে কর্মঘণ্টা কমিয়ে নতুন সময় ঘোষণার পর বিকালে বাংলাদেশ ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দিল।
আবারো বাড়ল স্বর্ণের দাম। চলতি বছর এই নিয়ে টানা ৬ বারে ১১ হাজার ৫২৪ টাকা বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এখন ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ভরিপ্রতি দেড় লাখ টাকা গুনতে হবে ক্রেতাদের।
সংকোচনমূলক মুদ্রানীতির ফলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান কমবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। নীতি সুদহার না কমানোয় ক্ষোভ জানান তারা। বিশ্লেষকরা বলছেন, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব...
ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সানজানা গানেশানের (জাসপ্রীত বুমরার স্ত্রী) সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয়, ওরা (চ্যাম্পিয়নস...
অন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্পূর্ণ স্বাধীন, এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরে কারো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো....
‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হতো এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে ড. ইউনূস বলেন, ‘আইয়ামে জাহেলিয়াত...
ব্যাংক লেনদেন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত
সোমবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৪ আগস্ট বুধবার থেকে নতুন সময় সূচি অনুযায়ী কার্যকর হবে। তবে দেশের বিভিন্ন স্থল,নৌ, বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো পূর্বের সময়সূচি অনুযায়ীই কার্যক্রম পরিচালনা করবে।
বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থেকে ব্যাংকের লেনদেন সময়সূচি হবে সকাল ৯টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস শুরু হবে সকাল ৮টায়, চলবে বিকেল ৩টা পর্যন্ত। জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক খোলা থাকবে পাঁচটা পর্যন্ত।
মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্তের পর ব্যাংকে কর্মঘণ্টা কমিয়ে নতুন সময় ঘোষণার পর বিকালে বাংলাদেশ ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দিল।