মার্চেই শতভাগ শেষ পায়রা বন্দরের কাজ, অর্থনীতিতে সুফলের আশা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএমআপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম
ফাইল ছবি
এ বছরের মার্চে শতভাগ সক্ষমতা অর্জনের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে পায়রা সমুদ্র বন্দর নির্মাণ কাজ। সম্ভাবনাময় বৃহৎ এই সমুদ্র বন্দরটি সম্পূর্ণরুপে চালু হলে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে গড়ে উঠবে শিল্প কারখানাসহ নতুন ব্যবসা প্রতিষ্ঠান। এই বন্দরকে ঘিরেই সৃষ্টি হবে কর্মসংস্থান।
দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে ২০১৩ সালে নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পায়রা। এরই মধ্যে পণ্য খালাস কার্যক্রম শুরু করে বন্দরটি। দেশি-বিদেশি ১ হাজার ১শ ৪০টি জাহাজের পণ্য খালাস করে ৭ শত ৪৮ কোটি টাকার রাজস্ব আয় করে সরকার।
গভীরতম বন্দরের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে ড্রেজিং প্রকল্পের কাজ। আর এই প্রকপ্লের কাজ শেষ হলেই ৪০ হাজার টন কার্গো কিংবা ৩ হাজার কনটেইনারবাহী জাহাজ নোঙ্গর করতে পারবে বন্দরের জেটিতে। স্বপ্নের এই বন্দর নিয়ে আশার আলো দেখছেন সব শ্রেণির মানুষ।
গভীর সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরের কার্যক্রম চালু হলে গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতির উন্নয়ন হবে।
সমুদ্র বন্দরটি পুরোপুরি চালু হলে নদী পথে বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে।
এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতা সক্ষমতায় টিকতে না পারলে রপ্তানি খাতের জন্য ভয়াবহ বিপদ রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তাই আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে, পণ্য...
জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে গ্যাস অনুসন্ধান। এ নিয়ে অনেকটাই আশাবাদী বাপেক্স। প্রত্যাশা অনুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দিনে গড়ে সরবরাহ করা যাবে ১০ মিলিয়ন ঘনফুট। আর এর বাজার মূল্য হবে প্রায় ১৬...
গত অর্থবছর তিতাস গ্যাসের সিস্টেম লস বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৭ ভাগের বেশি। যার আর্থিক মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটি বলছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সিস্টেম লস কমাতে জোর তৎপরতা চলছে। এদিকে,...
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের প্ল্যাটফর্মে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সহকারী পরিচালক...
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই পদচিহ্ন রেখে গেছেন হুমায়ুন ফরীদি। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবনের হাতেখড়ি। তবে টিভি নাটক ও চলচ্চিত্রে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তাও পেয়েছিলেন...
ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তুর্কি বার্তা সংস্থা...
দাবি মানার আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিকেলে সচিবালয়ে ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক শেষে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...
মার্চেই শতভাগ শেষ পায়রা বন্দরের কাজ, অর্থনীতিতে সুফলের আশা
দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে ২০১৩ সালে নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পায়রা। এরই মধ্যে পণ্য খালাস কার্যক্রম শুরু করে বন্দরটি। দেশি-বিদেশি ১ হাজার ১শ ৪০টি জাহাজের পণ্য খালাস করে ৭ শত ৪৮ কোটি টাকার রাজস্ব আয় করে সরকার।
গভীরতম বন্দরের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে ড্রেজিং প্রকল্পের কাজ। আর এই প্রকপ্লের কাজ শেষ হলেই ৪০ হাজার টন কার্গো কিংবা ৩ হাজার কনটেইনারবাহী জাহাজ নোঙ্গর করতে পারবে বন্দরের জেটিতে। স্বপ্নের এই বন্দর নিয়ে আশার আলো দেখছেন সব শ্রেণির মানুষ।
গভীর সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরের কার্যক্রম চালু হলে গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতির উন্নয়ন হবে।
সমুদ্র বন্দরটি পুরোপুরি চালু হলে নদী পথে বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে।
/এম.এস/