নেপালে ‘দ্য বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ও খ্যাতনামা ব্যক্তিত্ব শাখাওয়াত হোসেন। নেপালের কাঠমান্ডুতে গেল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ১২তম হসপিটালিটি ইন্ডাস্ট্রি–আর্কিটেকচার, ইন্টেরিওর অ্যান্ড ম্যানেজমেন্ট (এইচআই-এআইএম) কনফারেন্সে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার হোটেল খাতের শীর্ষস্থানীয় পেশাজীবী ও বিশেষজ্ঞরা এ সম্মেলনে একত্রিত হয়েছিলেন। এখানে প্রথম বাংলাদেশি হোটেল ব্যবসায়ী হিসেবে শাখাওয়াত হোসেনকে বাংলাদেশের হোটেল খাতের উন্নয়ন ও বিকাশে অসাধারণ অবদান রাখায় এই সম্মানে ভূষিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০ বছরেরও বেশি সময় ধরে হসপিটালিটি সেক্টরে সুনাম ও দক্ষতার সঙ্গে শাখাওয়াত হোসেন কাজ করে আসছেন। বাংলাদেশে তিনিই একমাত্র হোটেল ব্যবসায়ী যিনি এই খাতের একজন অভিজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে সর্বোচ্চ একাডেমিক স্তর অর্থাৎ পিএইচডি করছেন। এরই মধ্যে তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
শাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনটি সক্রিয় এবং চারটি আসন্ন আন্তর্জাতিক চেইন হোটেলের তত্ত্বাবধান করেন।
এ সম্মেলনে আরও পাঁচ জন হোটেল ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন, এশিয়া প্যাসিফিক এক্সক্লুডিং চায়না (এপিইসি) অব ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রাজীব মেনন, ট্যুরিজম ফিনান্স করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অনূপ বালি, দ্য খাইবার হিমালয়ান রিসোর্ট অ্যান্ড স্পা-এর উমর খুরশিদ ট্রাম্বু, দ্য লীলা প্যালেসেস, হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট রাজিব কাউল এবং ফরচুন পার্ক হোটেলস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুরেশ কুমার।