আগামী ১ আগস্ট থেকে সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনস। বিমান সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে প্রতিদিনই এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
সোমবার থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু করেছে এয়ারলাইনসটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা থেকে প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার বিকাল ৫টা ১৫মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস বাংলার ফ্লাইট আর জেদ্দায় অবতরণ করবে স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে। জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট পাওয়া যাবে রাত ১১টা ১০ মিনিটে। এটি ঢাকায় অবতরণ করবে পরের দিন সকাল ৮টা ৫৫ মিনিটে।
এছাড়া প্রতি মঙ্গলবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৫মিনিটে ও রোববার সন্ধ্যা ৬টা ১০মিনিটে উড়াল দিয়ে ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ও ১০টা ৫মি মিনিটে জেদ্দায় পৌঁছাবে। একই দিনগুলোতে রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দা থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে।
আর প্রতি বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে জেদ্দায় পৌঁছাবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। ফিরতি ফ্লাইট জেদ্দা ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। ঢাকায় পৌঁছাবে পরের দিন সকাল ৬টা ২৫মিনিটে।
রুটটির সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ওয়ানওয়ের জন্য ৫৮ হাজার ৬০৫ টাকা এবং রিটার্ন ৯৬ হাজার ৩৭ টাকা। আর জেদ্দা থেকে ঢাকার ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া ৮৯৩ সৌদি রিয়েল এবং রিটার্স ১ হাজার ৬১১ সৌদি রিয়েল।
ইউএস বাংলা ছাড়াও দেশি এয়ারলাইনসগুলোর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই রুটটিতে ফ্লাইট পরিচালনা করছে।