নতুন লোগো ও ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। চলতি মাসের শুরুতে এই লোগো ও ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করে ব্যাংকটি।
রিব্র্যান্ডিং প্রচারণার অংশ হিসেবে দেশের স্বনামধন্য বাংলা ও ইংরেজি পত্রিকাগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করে এমটিবি। পাশাপাশি অনলাইনে নানা ধরনের প্রচারণা ও সোশ্যাল মিডিয়ার বিজনেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়াগুলোতে প্রচার করা হয় লোগো এবং নতুন প্রতিশ্রুতির খবর। এ ছাড়া জনপ্রিয় সংবাদমাধ্যমগুলোর ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন– ইনডিপেনডেন্ট, একাত্তর, আরটিভিতে চোখে পড়ে এমটিবির নতুন লোগোর প্রচার।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, নতুন লোগোটি এমটিবি ব্যাংকের মূল্যবোধ, গ্রাহককেন্দ্রিকতা এবং ভবিষ্যৎমুখী যাত্রাপথের নির্দেশনা দেয়। গ্রাহকের নির্ভরতা ও বিশ্বাসের নতুন মেলবন্ধন তৈরি করেছে লোগোটি। লোগোতে যেসব রঙ ব্যবহার করা হয়েছে তা শক্তি এবং সৃজনশীলতাকে প্রকাশ করে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞতিতে আরও বলা হয়, এমটিবি ব্যাংকের প্রচেষ্টা এখন দেশের প্রতিটি ব্যক্তি, কমিউনিটি, ব্যবসায়িক সম্প্রদায় বা উদ্যোক্তা সকলের পাশে থেকে দেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এমটিবি ব্যাংক বিশ্বাস করে প্রযুক্তিনির্ভর সমসাময়িক সহজ সমাধান জরুরি।