যুক্তরাষ্ট্র ও ইউএইসহ বিশ্বের ৪৫টি দেশে ইমিগ্রেন্ট ভিসা বিষয়ক পরামর্শ সেবা দেবে ভিএফএস গ্লোবাল। বাংলাদেশে ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ রায়াদ গ্রুপের সাথে যৌথভাবে সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করছে ভিএফএস গ্লোবালের এডুকেশন, ট্রেড অ্যান্ড মাইগ্রেশন (VFS ETM) সার্ভিসেস, যা ভিএফএস গ্লোবাল গ্রুপের একটি ব্যবসা ইউনিট।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্টার অব এক্সিলেন্সের মাধ্যমে আপডেটেড জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীকে জটিল অভিবাসন প্রক্রিয়াগুলিকে সহজে বুঝতে সহযোগিতা করা হবে এবং ক্রমপরিবর্তনশীল অভিবাসন নিয়মগুলো মেনে ৪৫টি দেশে ইমিগ্রেশনের আবেদন করা যাবে। আগামী জুলাই মাস থেকে এ সেবা ভিএফএস গ্লোবালের বাংলাদেশের কার্যালয় থেকে দেওয়া হবে।
ভিএফএস এবং রায়াদ গ্রুপের অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা বিশ্বব্যাপী আইনি বিশেষজ্ঞের মাধ্যমে আইন মেনে স্থায়ী বসবাসের জন্য বাংলাদেশ থেকেই আবেদন প্রক্রিয়া করতে পারবে।