সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

বাজেটের পর শেয়ারের দরে টানা পতন

আপডেট : ১১ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

বাজেট ঘোষণার পর থেকে টানা দরপতন শেয়ারবাজারে। তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৬৭ পয়েন্ট। তবে মঙ্গলবার আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০০ কোটি টাকার বেশি। এ সময় ৭৮ ভাগ কোম্পানির শেয়ারই দর হারিয়েছে।   

প্রস্তাবিত বাজেটের পর ৯ জুন ছিল প্রথম কার্যদিবস। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। নেতিবাচক এই ধারা অব্যাহত আছে এখন পর্যন্ত। রোববার থেকে মঙ্গলবার তিন দিনে সূচক হারিয়েছে ১৬৭ পয়েন্ট। 

তবে ডিএসইতে মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন মোট লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১১২ কোটি টাকা। 

হাতবদলে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৭৮ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫১টির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। 

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিকন ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৃতীয় অবস্থানে সি পার্ল বিচ রিসোর্ট। 

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় এশিয়াটিক ল্যাবরেটরিজ, সমতা লেদার দ্বিতীয়, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তৃতীয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১০৭ দশমিক ৭৪ পয়েন্ট। লেনদেন হয় ১০৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। 

আবারো বাড়ল স্বর্ণের দাম। চলতি বছর এই নিয়ে টানা ৬ বারে ১১ হাজার ৫২৪ টাকা বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এখন ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ভরিপ্রতি দেড় লাখ টাকা গুনতে হবে ক্রেতাদের।
মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলস আধুনিকায়নে প্রাধান্য দিয়ে সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। সোমবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে খসড়া সুপারিশ জমা দেওয়া হয়। টাস্কফোর্সের...
মঙ্গলবার বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫১৯ কোটি টাকার বেশি। এসময় ডিএসইএক্স সূচক বেড়েছে ১৭ দশমিক ৭৬। অন্যদিকে, চট্টগ্রাম স্টক...
১ মাস ৯ দিন বন্ধ থাকার পর আবারও ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রি শুরু করছে টিসিবি। সোমবার থেকে ঢাকা মহানগর ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এ কার্যক্রম শুরু হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.