সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৮ দশমিক সাত তিন পয়েন্ট। প্রায় ২ মাস পর ৫০০ কোটি টাকার ঘরে লেনদেন ঢাকার শেয়ার বাজারে। এসময় শেয়ারদর বেড়েছে প্রায় ৩৯ ভাগ প্রতিষ্ঠানের। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯৯ দশমিক দুই ছয় পয়েন্ট।
আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিলো ঢাকার শেয়ার বাজার। প্রথম ১৫ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় ১১ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। তবে, দিনশেষে ডিএসইএক্স সূচক ২৮ দশমিক সাত তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে।
সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় ৫০৬ কোটি ১৮ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ২৬ কোটি ৬৫ লাখ টাকা।
হাতবদলে অংশ নেয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৮১ টি এবং অপরিবর্তিত ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় অগ্নি সিস্টেমস, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম রূপালী ব্যাংক, দ্বিতীয় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৯৯ দশমিক দুই ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬২৮ পয়েন্টে। লেনদেন ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।