দীর্ঘ ৭৪ দিন পর খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। তবে শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষকেরা একাডেমিক কার্যক্রম বয়কট করেছে।
কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, শিক্ষক সমিতি ক্লাস বর্জন করায় কুয়েটে একাডেমিক কার্যক্রম হচ্ছে না।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রমে ফিরব না। এ বিষয়ে সোমবার সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে, প্রশাসন বলছে, দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য দফায় দফায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে জনিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আনিছুর রহমান ভূঞা।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর ভিসি, প্রোভিসি এবং ডিএসডাবলিউর পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। প্রায় আড়াই মাস আন্দোলন এবং ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির পরিপ্রেক্ষিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়।