সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সার্ভার জটিলতায় ঝুলছে ৪৫ হাজার শিক্ষকের অবসর ভাতা 

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৩২ পিএম

সার্ভার জটিলতায় এক মাসেরও বেশি সময় ধরে ঝুলছে ৪৫ হাজার শিক্ষকের অবসর ভাতার আবেদন। এতে করে চরম ভোগান্তিতে অবসরে যাওয়া শিক্ষকরা। কর্তৃপক্ষ বলছে, সংকট সমাধানের চেষ্টা চলছে। তবে, বছরের পর বছর ঘুরে অবসর ভাতা নিতে হয় বেসরকারি শিক্ষকদের। দপ্তরগুলোতে পোহাতে হয় নানা হয়রানি।

বেসরকারি শিক্ষকরা চাকরি শেষে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড থেকে অবসর ভাতা পান। ৫ বছর আগে যারা অবসরে গেছেন, তারা এখন অবসর ভাতা পাচ্ছেন।

অবসর সুবিধা বোর্ডে ৪৫ হাজারের মত শিক্ষকের আবেদন জমা আছে। অথচ ১ মাসের বেশি সময় ধরে সার্ভার নষ্ট। ফলে নতুন করে আবেদনও করা যাচ্ছে না। অন্যদিকে টাকাও পাচ্ছেন না শিক্ষকরা।

অবসরে যাওয়া একজন শিক্ষক বলেন, ‘এখন পর্যন্ত টাকা পাওয়া যায়নি। বলা হচ্ছে পাঠানো হয়েছে, পেয়ে যাব। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া হয়নি। এখন সন্তানদের নিয়ে কষ্টে আছি। যখন চাকরি ছিল তখন মাস শেষে একটা টাকা পেয়েছি, এখন তো আর সেটা আসছে না। চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে।’

কর্তৃপক্ষ বলছে, সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে।

অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যাপক মো. জাফর আহম্মদ বলেন, ‘সফটওয়্যার আমরা সময়ে সময়ে আপডেট করি। একটা সফটওয়্যার দীর্ঘদিন চললে এটাকে আবার আপডেট করতে হয়। আপডেট করার জন্য আমরা কাজ করছি। ব্যানবেইজের সঙ্গেও আমি কথা বলেছি। সবাই এ বিষয়ে অবগত। আমরা সফটওয়্যারটাকে আরও আধুনিক করতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি। খুব দ্রুতই আমরা সমস্যা সমাধান করে ফেলব।’

কল্যাণ ট্রাস্টেও ৩৯ হাজারের মতো শিক্ষকের আবেদন জমা পড়ে আছে। এখানে ২০২২ সাল পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকরা টাকা পাচ্ছেন।

কল্যাণ ট্রাস্টের সচিব শরীফা নাছরীন বলেন, ‘৬৭৩জন শিক্ষকতে আমরা টাকা পৌঁছে দিয়েছি। আশা করি, আমরা যদি কনটিনিউ করি তাহলে অল্প সময়েই শিক্ষকরা টাকা পেয়ে যাবেন।’

কর্তৃপক্ষ বলছে, অবসর ভাতার আর্থিক জট দূর হতে দুই দপ্তরের সাড়ে ৭ হাজার কোটি টাকা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার বরাদ্দ দিয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর জিপিএ-৫ সবচেয়ে বেশি পেয়েছে ঢাকা বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া পাশের হার সবচেয়ে বেশি যশোর বিভাগে। 
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছেন ৪৩ জন। এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয়...
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা...
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে। এবার অংশ নিচ্ছে ১২ লাখ পরীক্ষার্থী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.