সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ডাকসু নির্বাচনের তফসিল শিগগিরই, প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:২০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে শিগগিরই। জুলাইয়ের শেষে অথবা আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে এই নির্বাচন। এদিকে ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রিটার্নিং অফিসারও নিয়োগ দেয়া হয়েছে। এরই মধ্যে হলের প্রাধ্যক্ষদের সাথে বৈঠক হয়েছে। ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথেও হয়েছে আলোচনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জুলাইয়ের মধ্যে নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘জুনে তফসিল ঘোষণা করে জুলাইয়ে নির্বাচন হওয়া কঠিন। কিন্তু অসম্ভব নয়, যদি সবাই একমত হয়। ৫ আগস্টের পর কোনো একটা সময়, দ্বিতীয় সপ্তাহে হতে পারে।’

এদিকে ডাকসু নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল গোছাচ্ছে। ছাত্রশিবিরও কাজ করছে নির্বাচনের জন্য। 

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ক্লিন ইমেজের শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের জন্য কাজ করতে আগ্রহী। তাদের সাথে নিয়েই আমরা প্যানেল গোছাচ্ছি। তফসিল ঘোষণার পর পরই আমরা সেই প্যানেল উন্মুক্ত করব।’

ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ‘যারা আছেন, তারা একটি প্যানেলের মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদও তাদের কেন্দ্রীয় প্যানেল চূড়ান্ত করছে। ছাত্রদল বলছে, কেন্দ্রীয়ভাবে প্যানেল ঠিক করা হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা আছে। নির্বাচনের আগে তাদের সরাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, ‘আমাদের যে কমিটি, সে কমিটি নিয়ে প্যানেল আকারে নির্বাচন করব।’

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ–সভাপতি আনিসুর রহমান খন্দকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য ও আওয়ামী দোসরদের ঠেকানোর জন্য প্রশাসনের সে উদ্যোগ আমরা এখনো দেখতে পারিনি।’ 

এদিকে সাতটি বাম ছাত্রসংগঠনের মোর্চা 'গণতান্ত্রিক ছাত্রজোট' যৌথভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।

বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসের আশপাশে সেনা টহল বৃদ্ধির জন্য সেনাবাহিনীকে চিঠি দেবে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ঢাবি উপাচার্যের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রমে ৬ষ্ঠ শ্রেণির কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে এনসিটিবি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ বুধবার শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী বেড়ে দ্বিগুণ হয়েছে। গত বছর চীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন ৯ জন শিক্ষার্থী। এই বছর পড়তে এসেছেন ১৮ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিলো ৬ জন। এসব...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.