'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিল চেয়ে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ০৭:২৯ পিএমআপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ০৬:২৭ পিএম
উপাচার্যের কার্যালয় ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় ঘেরাও করে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জবাবে প্রক্টর বলছেন উপাচার্য বিদেশ থেকে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এদিকে একই দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে থাকা শিক্ষার্থী আখতার হোসেন অসুস্থ হয়ে পড়ায়, তাকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে।
১২ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে অভিযোগ উঠে প্রশ্নপত্র ফাঁসের। এ ঘটনায় জড়িত অভিযোগে ৬ জনকে আটকও করে পুলিশ। পরে প্রশ্নফাঁসের সত্যতা নিশ্চিত করে তদন্ত কমিটি। ডিজিটাল জালিয়াতির কথা জানান বিশ্ববিদ্যালয় উপাচার্যও।
তারপরও প্রকাশ হয়েছে ঘ ইউনিটের ফল আর এর প্রতিবাদে বুধবার থেকেই পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছিলো শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে প্রায় ৩ ঘণ্টা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রাখেন তারা।
পরে তৃতীয় দিনের মতো রাজু ভাস্কর্যের সামনে অনশনে থাকা শিক্ষার্থী আখতার হোসেনের কাছে যান প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তবে তার অনশন ভাঙার অনুরোধে সাড়া না দিয়ে আখতার জানান, পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি। এক পর্যায়ে প্রক্টরের উপস্থিতিতেই অসুস্থ হয়ে পড়েন আখতার, নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘ ইউনিটের পরীক্ষা বাতিল হবে কিনা প্রশ্নে জবাবে প্রক্টর জানান, উপাচার্য দেশের বাইরে আছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম জানিয়ে, পরীক্ষা বাতিলসহ ৩ দফা দাবি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শিক্ষকতা একটি পরিপূর্ণ অথচ কঠিন কাজ, যা ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য অপরিহার্য। কিন্তু অনেক শিক্ষক কিছু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন, যা তাদের কাজকে প্রভাবিত করে। বর্তমান সময়ে অতিরিক্ত...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন...
রাজধানীর ৭ কলেজ নিয়ে কমিউনিটি বিশ্ববিদ্যালয় করাসহ নানা প্রস্তাব নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রম চালানোর...
বিশ্ববিখ্যাত টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে ১ম স্থান অর্জন ও ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বুধবার স্থানীয় সরকার...
'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিল চেয়ে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও
১২ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে অভিযোগ উঠে প্রশ্নপত্র ফাঁসের। এ ঘটনায় জড়িত অভিযোগে ৬ জনকে আটকও করে পুলিশ। পরে প্রশ্নফাঁসের সত্যতা নিশ্চিত করে তদন্ত কমিটি। ডিজিটাল জালিয়াতির কথা জানান বিশ্ববিদ্যালয় উপাচার্যও।
তারপরও প্রকাশ হয়েছে ঘ ইউনিটের ফল আর এর প্রতিবাদে বুধবার থেকেই পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছিলো শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে প্রায় ৩ ঘণ্টা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রাখেন তারা।
পরে তৃতীয় দিনের মতো রাজু ভাস্কর্যের সামনে অনশনে থাকা শিক্ষার্থী আখতার হোসেনের কাছে যান প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তবে তার অনশন ভাঙার অনুরোধে সাড়া না দিয়ে আখতার জানান, পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি। এক পর্যায়ে প্রক্টরের উপস্থিতিতেই অসুস্থ হয়ে পড়েন আখতার, নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘ ইউনিটের পরীক্ষা বাতিল হবে কিনা প্রশ্নে জবাবে প্রক্টর জানান, উপাচার্য দেশের বাইরে আছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম জানিয়ে, পরীক্ষা বাতিলসহ ৩ দফা দাবি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
/এমবি/