প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ০৯:৫৩ এএমআপডেট : ০৫ মার্চ ২০১৮, ০৪:০৩ পিএম
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং ও ডানকার্ককে পেছনে ফেলে ৯০তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দ্য শেইপ অব ওয়াটার, আর সেরা পরিচালক হয়ছেন গুইলার্মো দেল তরো। সেরা অভিনেতা হয়েছেন গ্যারি ওল্ডম্যান ও সেরা অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। আর বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে চিলির আ ফ্যান্টাস্টিক উইম্যান।
সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে দ্য শেইফ অব ওয়াটার ছবিটি আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল অস্কার মাত করার। হলোও তাই। সেরা ছবি সেরা পরিচালকের পুরস্কার দুটোই ঝুলিতে ভরলেন পরিচালক গুইলার্মো দেল তরো।
ডার্কেস্ট আওয়ার ছবিতে যুক্তরাজ্যের প্রয়াত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতে নিয়েছেন ৫৯ বছর বয়সী গ্যারি অল্ডম্যান। অন্যদিকে, বাফটা ও গোল্ডেন গ্লোব জয় করার পর অস্কারও জয় করে নিলেন থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরির অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড।
৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের শুরুটা হয় গত বছরের ভুল অস্কার ঘোষণা, কাস্টিং কাউচের অভিযোগে নিষিদ্ধ প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, উপস্থাপক জিমি কিমেলের মশকরা করার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় জমকালো আয়োজনে প্রথম অস্কার দেয়া হয় সেরা পার্শ অভিনেতার জন্য থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরির স্যাম রকওয়েলকে। সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন আই, টনিয়া ছবির অ্যালিসন জেনি।
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হয়েছে চিলির 'অ্যা ফ্যান্টাস্টিক উইম্যান'। স্পেনিশ ভাষার এই ছবির পরিচালক সিবাস্তিয়ান লেলিও। সেরা অ্যানিমেটেড ছবি কোকো। সেরা প্রামাণ্যচিত্র আইকারাস। সেরা সিনেমাটোগ্রাফি ও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার গেছে ব্লেড রানার: 2049 ছবির ঘরে। এছাড়াও সাউন্ড মিক্সিং, সাউন্ড এডিটিং ও সেরা চলচ্চিত্র সম্পাদনাসহ তিনটি পুরস্কার জিতে নিয়েছে ক্রিস্টোফার নোলানের ছবি ডানকার্ক। মোট ২৪টি বিভাগে দেওয়া হয়েছে এবারের অস্কার।
বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯ টায় কে এম ওবায়দুর রহমানের নগরকান্দার বাসভবন সংলগ্ন তাঁর...
মাজেদা বেগমের মেয়ের জামাতা মো. আশরাফ আলী জানান, মাজেদা বেগমের ছেলে সন্তান না থাকায় বাসায় একাই বসবাস করতেন। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকার মাস্টারবাড়ি এলাকার কর্মস্থল থেকে স্ত্রী ফারিয়া সুলতানা...
অস্কারে এবার সেরা চলচ্চিত্র 'দ্যা শেইপ অফ ওয়াটার'
সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে দ্য শেইফ অব ওয়াটার ছবিটি আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল অস্কার মাত করার। হলোও তাই। সেরা ছবি সেরা পরিচালকের পুরস্কার দুটোই ঝুলিতে ভরলেন পরিচালক গুইলার্মো দেল তরো।
ডার্কেস্ট আওয়ার ছবিতে যুক্তরাজ্যের প্রয়াত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতে নিয়েছেন ৫৯ বছর বয়সী গ্যারি অল্ডম্যান। অন্যদিকে, বাফটা ও গোল্ডেন গ্লোব জয় করার পর অস্কারও জয় করে নিলেন থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরির অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড।
৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের শুরুটা হয় গত বছরের ভুল অস্কার ঘোষণা, কাস্টিং কাউচের অভিযোগে নিষিদ্ধ প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, উপস্থাপক জিমি কিমেলের মশকরা করার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় জমকালো আয়োজনে প্রথম অস্কার দেয়া হয় সেরা পার্শ অভিনেতার জন্য থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরির স্যাম রকওয়েলকে। সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন আই, টনিয়া ছবির অ্যালিসন জেনি।
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হয়েছে চিলির 'অ্যা ফ্যান্টাস্টিক উইম্যান'। স্পেনিশ ভাষার এই ছবির পরিচালক সিবাস্তিয়ান লেলিও। সেরা অ্যানিমেটেড ছবি কোকো। সেরা প্রামাণ্যচিত্র আইকারাস। সেরা সিনেমাটোগ্রাফি ও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার গেছে ব্লেড রানার: 2049 ছবির ঘরে। এছাড়াও সাউন্ড মিক্সিং, সাউন্ড এডিটিং ও সেরা চলচ্চিত্র সম্পাদনাসহ তিনটি পুরস্কার জিতে নিয়েছে ক্রিস্টোফার নোলানের ছবি ডানকার্ক। মোট ২৪টি বিভাগে দেওয়া হয়েছে এবারের অস্কার।
/আরএইচ/