বি-টাউনে আবার বিয়ের সানাই। প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভগনানি আর অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের গাঁটছড়া বাঁধার পর এবার সাতপাকে বাঁধা পড়লেন দুই বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খরবান্দা।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে এ বিয়ের আসর বসে। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান।
দুটি আয়োজনেই অংশ নেন বলিউড তারকরা ও দুই পরিবারের সদস্যরা। সহকর্মী থেকে বন্ধু এবং তারপর প্রেমিক-প্রেমিকা তারা। ২০১৯ সালে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন পুলকিত-কৃতি। চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়ল এ যুগল।
পুলকিত দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর আগে তিনি বলিউড সুপারস্টার সালমান খানের পাতানো বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। তবে তাঁদের বিয়ের বয়স এক বছরও গড়ায়নি। এর আগেই পুলকিত আর শ্বেতার মধ্যে বিচ্ছেদ হয়।