এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতের জয়জয়কার। আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন বাঙালিকন্যা অনসূয়া সেনগুপ্ত। এই আনন্দের রেশ থাকতে থাকতেই আরও এক সাফল্য ভারতের। এবার মূল বিভাগে গ্রাঁ প্রিঁ সম্মান পেয়ে ইতিহাসে নাম লেখালেন নির্মাতা পায়েল কাপাডিয়া। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি।
উৎসবের শেষ দিনে (২৫ মে) অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী। প্রায় ৩০ বছর পর কোনো ভারতীয় ছবি (অল উই ইমাজিন অ্যাজ লাইট) কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল। সর্বোচ্চ সম্মান স্বর্ণপামের অন্যতম দাবিদার ছিল পায়েলের ছবি। তবে তা না পাওয়া গেলেও হাতে এসেছে গ্রাঁ প্রি। নীল পোশাকে মঞ্চের দিকে এগিয়ে গেলেন পরিচালক। সঙ্গে নিয়ে গেলেন নিজের সিনেমার তিন অভিনেত্রীকে। তিনজনই পরেছিলেন শাড়ি।
পুরস্কার পেয়ে পায়েল বলেন, ‘প্রতিযোগিতায় মনোনীত হওয়াই আমার কাছে স্বপ্নের মতো ছিল। এটা তো কল্পনারও অতীত। সবাইকে ধন্যবাদ।’
নিজের সিনেমার তিন অভিনেত্রীকেও ধন্যবাদ দেন পায়েল। জানান, কীভাবে তাঁরা পরিবারের মতো এই টিমে ছিলেন। তারপর নিজের লেখা একটি নোট পড়েন পরিচালক। তাতে কান চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘এবার আর কোনো ভারতীয় ছবিকে বাছতে ৩০ বছর সময় নেবেন না প্লিজ।’
অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমাটি মুম্বাইয়ে থাকা দুই মালয়ালি নার্সের গল্প। সংসারে বিরক্ত হয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়েন তারা। এরপরই ঘটে নানা ঘটনা। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাণি কুস্রুতি, দিব্যা প্রভা ও ‘লাপাতা লেডিজ’খ্যাত ছায়া কদম।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশে জন্ম পায়েলের। পড়াশোনা করেছেন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে। এরপর পড়েছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায়। একাধিক শর্টফিল্ম বানিয়েছেন পায়েল। তৈরি করেছেন তথ্যচিত্রও।