১৯৯৭ সালে মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ছবি ‘ইশক’। এই ছবিতে অজয় দেবগণ ও আমির খান প্রথম একসঙ্গে অভিনয় করেন। তারপর পার হয়েছে প্রায় তিন দশক।
দেখা নেই তাদের। দু’জনে ভালো বন্ধুও। তারপরও পর্দায় তাঁদের একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। ফের একসঙ্গে কাজের ইচ্ছাপ্রকাশ করলেন। শনিবার (৯ নভেম্বর) মুম্বাইয়ে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ ছবির মহরতে উপস্থিত ছিলেন আমির ও অজয়।
অজয় প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আমির বলেন, ‘অজয়ের সঙ্গে দেখা হলে ভালো লাগে। আমাদের খুব বেশি দেখা হয় না। কিন্তু দেখা হলে সেটা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে ওঠে।’
আমির আরও জানান, কীভাবে সেটে একটি শিম্পাঞ্জির হাত থেকে অজয় তাঁকে রক্ষা করেন। অজয়ের সরস মন্তব্য, ‘‘দোষ আমিরের! ও নিরীহ প্রাণীটার গায়ে জল দিয়ে দেয়। তারপর সে খেপে যেতেই আমির ‘বাঁচাও বাঁচাও’ বলে দৌড়তে শুরু করে।’’
আমির প্রসঙ্গে বলতে গিয়ে ‘ইশক’ ছবির স্মৃতি রোমন্থন করেন অজয়। তাঁর কথায়, ‘ছবির শুটিংয়ের সময়ে আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয় আমাদের আবার একসঙ্গে ছবি করা উচিত।’
অজয়ের মন্তব্যকে সমর্থন করেন আমির। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে কৌতূহল, তাহলে কি এই জুটি ‘ইশক’র সিক্যুয়েলের প্রতি ইঙ্গিত করেছেন। যদিও তা যথাসময়ে প্রকাশ্যে আসবে। তবে দুই অভিনেতা যে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন, তা জেনে খুশি অনুরাগীদের একটা বড় অংশ।