ক’দিন পরই (১৪ মার্চ) অভিনেতা আমির খানের জন্মদিন। বয়স হচ্ছে ৬০। এই হিসাবে তিনি এখন প্রবীণ নাগরিক! যদিও তাঁর চেহারা বলছে, ‘চকলেট হিরো’র যাবতীয় লক্ষণ এখনও উবে যায়নি! কাজের বেলায় তিনি মিস্টার পারফেকশনিস্ট। প্রচণ্ড খুঁতখুঁতে। ক্যামেরার খুঁটিনাটি থেকে বাকি সহ-শিল্পীদের অভিনয়—কোনো কিছুই তাঁর দৃষ্টি এড়ায় না।
এমন এক অভিনেতার জন্মদিনে বিশেষ আয়োজন থাকবে, এই তো স্বাভাবিক! হ্যাঁ, ঘটছেও তাই। আগামী ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে থাকছে আমির খান অভিনীত নানা ছবির প্রদর্শনী। এই চমকপ্রদ উদযাপনের শিরোনাম ‘আমির খান: সিনেমা কা জাদুকর’।
রোববার (৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানান, ভারতের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখতে পাবেন তাঁর অনুরাগীরা।
প্রশ্ন উঠতে পারে—এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হলো? আসলে জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় করেছিলেন আমির। এমনকি ফারহান আখতারের প্রথম ছবিও আমিরের সঙ্গে।
মিস্টার পারফেকশনিস্ট সম্পর্কে বলতে গিয়ে জাভেদ জানান যে, তিনি কোনোভাবেই ‘দঙ্গল’ ছবির কথা ভুলতে পারেন না। যেখানে বয়সের আগেই আমির এই ছবিতে বয়ঃবৃদ্ধ পিতা। তিন কন্যার অভিভাবক। যে কারণে আমিরের সমস্ত ছবির মধ্যে এই বর্ষীয়ান চিত্রনাট্যকার দঙ্গলকেই এগিয়ে রাখছেন।