অভিনয় দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির মেয়ে আশি ত্রিপাঠি। সম্প্রতি প্রকাশিত ‘রং ডারো’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে বাবা পঙ্কজ জানান, তাঁর মেয়ে বরাবরই ‘পারফর্মিং আর্টসের প্রতি উৎসাহী’ ছিলেন।
‘মির্জাপুর’খ্যাত এই অভিনেতা বলেন, ‘আশিকে পর্দায় দেখা আমাদের দুজনের (পঙ্কজ ও তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠি) জন্যই আবেগঘন ও গর্বের মুহূর্ত ছিল। ও সবসময়ই পারফর্মিং আর্টসের প্রতি উৎসাহী ছিল। ওকে ওর প্রথম কাজে এভাবে সহজাত অভিব্যক্তি প্রকাশ করতে দেখা সত্যিই বিশেষ ছিল। যদিও এটা ওর প্রথম কাজ, তবে ওকে ওর যাত্রা কতদূর নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি।’
বর্তমানে মুম্বাইয়ের একটি কলেজে পড়াশোনা করছেন পঙ্কজকন্যা আশি। বাবার মতো অভিনয়ের পথেই হাঁটতে চান তিনি। সংগীত পরিচালক অভিনব ও কৌশিক যখন মিউজিক ভিডিওতে আশিকে নেওয়ার প্রস্তাব নিয়ে যান, তখন অভিনেতা পঙ্কজ সেই প্রস্তাব সমর্থন করেন।
প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে জার পিকচার্সের ব্যানারে প্রকাশ পেয়েছে রং ডারো। গানটি গেয়েছেন মৈনাক ভট্টাচার্য ও সানজানা রামনারায়ণ। আর মিউজিক ভিডিওতে আশিকে চিত্রশিল্পীর ভূমিকায় দেখা গেছে।