সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

আত্মহত্যা নাকি হত্যা, প্রকাশ্যে সুশান্তর চূড়ান্ত রিপোর্ট

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

২০২০ সালের ১৪ জুন। এদিন বান্দ্রার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তরুণ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। উঠতি এই অভিনেতার অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা। তাঁদের দাবি, সুশান্ত সিং আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে। এমনকি অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতার ‘বান্ধবী’ রিয়া চক্রবর্তীর দিকে। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। সুশান্তের মৃত্যুর তদন্ত করছিল সিবিআই। অবশেষে শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতে এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

সিবিআই জানিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি। প্রাথমিকভাবে মামলাতেও আত্মহত্যার বিষয়টিই বলা হয়েছিল।  

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সিবিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বান্দ্রা আদালতে এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোনো তথ্য উঠে আসেনি। তবে কী কারণে মামলার নিষ্পত্তি করা হলো—সেই বিষয়ে কিছু বলতে চাননি এই কর্মকর্তা। 

জানা যায়, সিবিআই চূড়ান্ত রিপোর্টের সমস্ত তথ্য ও সাক্ষীদের নাম নথিভুক্ত করেছে। আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, সুশান্তের মত্যুর ঠিক সাত দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার অফিস সহায়ক দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে বোম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা। তাঁর নিশানায় রয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। অন্যদিকে, সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি করেছিলেন। এর মধ্যেই চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ার প্রতিবাদে সরব হয়েছেন তারকারা। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে এ মামলা হয়। 
দীপ্ত টিভিতে চলছে দেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার রিয়্যালিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। এটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা...
এখন বিশ্বায়নের যুগ। বাকস্বাধীনতার সময়। সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমের রমরমা বাণিজ্যে পুরো দুনিয়াই হয়ে গেছে মতামত দেওয়ার উর্বর স্থান। তবে এক্ষেত্রে মতামত দেওয়ার চেয়ে বিচার করাটাই কি বেশি হয় না?...
দীর্ঘদিন ছিলেন নীরব। স্বরূপে ফিরলেন সেটাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে। বলা হচ্ছে চিত্রনায়ক আরিফিন শুভর কথা। আলোচনার কেন্দ্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এ অভিনেতা। সর্বশেষ দেখা...
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন মারা গেছে। আজ সোমবার মুরাদনগর ও বরুড়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। 
মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মালেককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূ শারমিন ওই গ্রামের খলিল...
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নিশিকান্ত দুবে বলেন, ‘পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.