ভারতে অ্যাপল পণ্যের উৎপাদনের প্রয়োজন নেই—এমন মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজেই এই ‘পরামর্শ’ সামাজিক মাধ্যমে শেয়ার করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এরপরই ট্রাম্পের বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়।
বিষয়টিকে ঘিরে প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী ও মন্ডীর বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। এক পোস্টে কটাক্ষ ছুড়ে দেন ট্রাম্পকে উদ্দেশ করে। কিন্তু সেই পোস্ট বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন কঙ্গনা। এরপর ক্ষমা প্রার্থনাও করেন তিনি।
পোস্টটি মুছে কঙ্গনা লেখেন, ‘শ্রদ্ধেয় জেপি নড্ডাজি ফোন করে অনুরোধ করেছেন ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি ডিলিট করতে। আমি আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা মুছে দিয়েছি।’
তবে নেটিজেনদের প্রশ্ন—কী ছিল সেই পোস্টে? সেখানে কঙ্গনা মন্তব্য করেন, “হঠাৎ করে ভারতের প্রতি ট্রাম্পের ‘ভালোবাসা’ কমে যাওয়ার নেপথ্যে কী কারণ থাকতে পারে?” এরপর নিজেই কয়েকটি সম্ভাব্য কারণ তালিকাবদ্ধ করেন। কঙ্গনার ভাষায়, “প্রথমত, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন, মোদি জি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তৃতীয়ত, ট্রাম্প নিঃসন্দেহে একজন ‘আলফা মেল’। কিন্তু আমাদের মোদি—সব আলফা মেলের ‘বাপ’। আপনাদের কী মনে হয়?”
পোস্টে তিনি আরও প্রশ্ন তোলেন—ট্রাম্পের এই মন্তব্য কি কূটনৈতিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ, নাকি নিছক ব্যক্তিগত ঈর্ষা?
যদিও পোস্টটি মুছে দেওয়া হয়েছে, কিন্তু তার স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ফলে ক্ষমা চাওয়ার পরেও ট্রোলিং ও সমালোচনার হাত থেকে রেহাই মিলছে না ‘কুইন’ কঙ্গনার।