বলিউড সিনেমায় অভিনয়শিল্পীদের সুযোগ পাওয়া নিয়ে বহু সমালোচনা রয়েছে। এবার ইন্ডাস্ট্রির স্বজনপোষণ প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। বলিউডের বন্ধুত্ব থেকে সত্যিকারের প্রতিভাসম্পন্ন শিল্পীদের পাশে দাঁড়ানোর বিষয়ে মুখ খুললেন তিনি।
নওয়াজউদ্দিন চলচ্চিত্র জগতে তাঁর দীর্ঘ ক্যারিয়ারের কথা উল্লেখ করে বলেন, তাঁর আসল বন্ধুরা কেউই ইন্ডাস্ট্রির নয়। বরং তিনি এখনও ভালো কাজ করার জন্য প্রাণপন লড়াই করছেন।
অভিনেতা বলেন, ‘এখানে স্বার্থের বিনিময়ে অনেকেই কাজ পেয়ে যায়। এমন অনেকেই রয়েছেন, যাদের হয়তো ভরসাও করা যায় না। তাও তারা এই ইন্ডাস্ট্রিতেই রয়েছেন।’
বন্ধুত্ব প্রসঙ্গে নওয়াজউদ্দিন বলেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীই বহুবার নিরাপত্তাহীনতায় ভুগেছেন। এখানে সত্যিকারের বন্ধুত্ব বলে কিছু নেই, যা দীর্ঘস্থায়ী। ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে কারোরই বন্ধনটা এত জোরালো নয়। অনেক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতারও যথেষ্ট অভাব রয়েছে।’
বরাবরই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন নওয়াজউদ্দিন। তিনি বলেন, ‘বহু অভিনেতা এতটুকুও নির্ভরযোগ্য নয়। তাদের কোনো না কোনোভাবে অভিনয় করানোর জন্য তৈরি করা হয়। যা কেবল আমাদের ইন্ডাস্ট্রিতেই সম্ভব। অন্যান্য ইন্ডাস্ট্রিতে কেবল পেশাদার ও প্রশিক্ষিত অভিনেতাদেরই প্রয়োজন। অন্যথায় তাদের সুযোগই দেওয়া হয় না কোনোভাবে।’
প্রসঙ্গত, বলিউডে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর জীবন বেশ অনুপ্রেরণার। দীর্ঘ চড়াই-উতড়াই শেষে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন তিনি। ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘লাঞ্চবক্স’ ও ‘মান্টো’র মতো চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় উপহার দিয়েছেন।