বলিউডে রাজকীয় বিয়ের যে চল, তার পথিকৃৎ বলা যায় কারিশমা কাপুরকে। ২০০৩ সালে মুম্বাইয়ে দাদু রাজ কাপুরের বাড়িতে চার দিন ধরে হয়েছিল এলাহি আয়োজন—সংগীত, মেহেদি, বিয়ে, রিসেপশন—সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী।
অতিথিদের তালিকায় ছিলেন বলিউডের প্রায় সব তারকা। গুঞ্জন, সেই বিয়েতে খরচ হয়েছিল প্রায় ২০ কোটি রুপি!
পাত্র ছিলেন মা ববিতার পছন্দের দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুর। সম্ভ্রান্ত পরিবার, দেশে-বিদেশে বিস্তৃত ব্যবসা। কিন্তু কারিশমার বাবা রণধীর কাপুর প্রথমে রাজি ছিলেন না। শেষমেশ মেয়ের জেদেই বিয়ে হয়।
তখন বিয়েতে লাল রং ছিল প্রায় বাধ্যতামূলক। প্যাস্টেল রঙের চল একেবারেই ছিল না। সেই রীতিতে পরিবর্তন আনেন কারিশমা নিজেই—পরেন গোলাপি রঙের লেহেঙ্গা। মণীশ মালহোত্রার নকশা করা সেই পোশাক এখনও জনপ্রিয়। গলায় ছিল কোটি টাকার হীরের হার। শিখ রীতিনীতি মেনেই হয়েছিল বিয়ে।
তবে যে বিয়ে শুরু হয়েছিল স্বপ্নের মতো, তার পরিণতি হয় দুঃস্বপ্নে। গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন কারিশমা। ছিল নানা অনাচারের অভিযোগও। দীর্ঘ সময় সঞ্জয়ের সঙ্গে দাম্পত্য কাটানোর পর ২০১৬ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়।