বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জেএনইউ সফর নিয়ে ফের মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, ২০২০ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) নিগৃহীত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে গিয়ে আদতে ‘না বুঝেই’ রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দীপিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ টেনে বিবেক বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দীপিকার কোনও ধারণাই ছিল না, সেদিন জেএনইউতে আসলে কী ঘটেছিল।’ তাঁর এই মন্তব্যে প্রশ্ন ওঠে, তবে কি দীপিকাকে তিনি ‘নির্বোধ’ বলতে চাইছেন?
জবাবে বিবেক বলেন, ‘বিষয়টা নির্বোধ হওয়া নিয়ে নয়। আমার ধারণা, ওর পিআর টিমই ওকে বলেছিল যে ছবির প্রোমোশনের জন্য এটা উপযুক্ত সময়। কারণ ওই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছিল, আর ‘ছপাক’ ছবিটাও ছিল রাজনৈতিক আবহে নির্মিত। আমি নিশ্চিত, দীপিকা যদি জানতেন বিষয়টা কতটা স্পর্শকাতর, তাহলে তিনি সেখানে যেতেন না।’
তবে পরে আবার নিজের মন্তব্য খানিকটা নমনীয় করে বিবেক বলেন, ‘আমি দীপিকাকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে এটুকু জানি, তিনি অত্যন্ত বুদ্ধিমতী। কাজেই তিনি যদি পুরো ব্যাপারটা বুঝতেন, নিশ্চয়ই এমন সিদ্ধান্ত নিতেন না।’
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ‘ছপাক’ মুক্তির ঠিক আগে জেএনইউ ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ান দীপিকা পাড়ুকোন। সেই সফর নিয়ে তখন ব্যাপক বিতর্ক হয়। অনেকেই তাঁর এই উপস্থিতিকে ‘ছবির প্রচার কৌশল’ হিসেবে দেখেছিলেন।
প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’। এটি তাঁর ‘ফাইলস ট্রিলজি’র তৃতীয় রাজনৈতিক থ্রিলার। এর আগে মুক্তিপ্রাপ্ত ‘দ্য তাসখন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মির ফাইলস’ নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছিল। নতুন ছবির টিজার নিয়েও ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এর মাঝেই দীপিকাকে নিয়ে পুরনো প্রসঙ্গ টেনে ফের আলোচনায় এলেন পরিচালক।