সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

দীপিকাকে ঘিরে পুরনো বিতর্কে নতুন খোঁচা পরিচালকের

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জেএনইউ সফর নিয়ে ফের মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, ২০২০ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) নিগৃহীত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে গিয়ে আদতে ‘না বুঝেই’ রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দীপিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ টেনে বিবেক বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দীপিকার কোনও ধারণাই ছিল না, সেদিন জেএনইউতে আসলে কী ঘটেছিল।’ তাঁর এই মন্তব্যে প্রশ্ন ওঠে, তবে কি দীপিকাকে তিনি ‘নির্বোধ’ বলতে চাইছেন?

জবাবে বিবেক বলেন, ‘বিষয়টা নির্বোধ হওয়া নিয়ে নয়। আমার ধারণা, ওর পিআর টিমই ওকে বলেছিল যে ছবির প্রোমোশনের জন্য এটা উপযুক্ত সময়। কারণ ওই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছিল, আর ‘ছপাক’ ছবিটাও ছিল রাজনৈতিক আবহে নির্মিত। আমি নিশ্চিত, দীপিকা যদি জানতেন বিষয়টা কতটা স্পর্শকাতর, তাহলে তিনি সেখানে যেতেন না।’

তবে পরে আবার নিজের মন্তব্য খানিকটা নমনীয় করে বিবেক বলেন, ‘আমি দীপিকাকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে এটুকু জানি, তিনি অত্যন্ত বুদ্ধিমতী। কাজেই তিনি যদি পুরো ব্যাপারটা বুঝতেন, নিশ্চয়ই এমন সিদ্ধান্ত নিতেন না।’

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ‘ছপাক’ মুক্তির ঠিক আগে জেএনইউ ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ান দীপিকা পাড়ুকোন। সেই সফর নিয়ে তখন ব্যাপক বিতর্ক হয়। অনেকেই তাঁর এই উপস্থিতিকে ‘ছবির প্রচার কৌশল’ হিসেবে দেখেছিলেন।

প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’। এটি তাঁর ‘ফাইলস ট্রিলজি’র তৃতীয় রাজনৈতিক থ্রিলার। এর আগে মুক্তিপ্রাপ্ত ‘দ্য তাসখন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মির ফাইলস’ নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছিল। নতুন ছবির টিজার নিয়েও ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এর মাঝেই দীপিকাকে নিয়ে পুরনো প্রসঙ্গ টেনে ফের আলোচনায় এলেন পরিচালক।

হলিউড এনসাইক্লোপেডিয়ায় (বিশ্বকোষ) নতুন মাত্রা যোগ করেছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং বিখ্যাত প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের মার্কেটিং কৌশল।   আগামী বছরের ১৭ জুলাই মুক্তি...
ভারতের ওড়িশার পুরীতে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। প্রায় ছয় বছর তিনি যে চিত্রনাট্য আগলে রেখেছিলেন, সেই গল্প এবার পর্দায় আসছে। গতকাল ১৬ জুলাই ছিল শুটিং সম্পন্ন হয়েছে।...
বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন কিয়ারা। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। ভারতীয়...
বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করলেও প্রথমবারের মতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা...
নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান দেখতে চাওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
সারাদিনের ক্লান্তি শেষে দরজা খুলতেই আপনাকে দেখে লেজ নাড়িয়ে ছুটে আসে কুকুরটি। চোখে মুখে খুশির ছাপ। আপনাকে সে চিনেছে, মনে রেখেছে, এ তো জানা কথা। কিন্তু জানেন কি, শুধু কুকুরই নয়, মৌমাছি, ঘোড়া কিংবা...
বজ্রাহত হয়ে মৃত্যু হয়েছে ২০১০ শীতকালীন অলিম্পিকে পদক জয়ী অ্যাথলেট অদুন গ্রনভলদের। নরওয়েজিয়ান স্কি ফেডারেশন গত বুধবার নিশ্চিত করেছে ৪৯ বছর বয়সী স্কি ক্রস পদক জয়ীর মৃত্যুর খবর। ২০১০ ভ্যানকুভার গেমসে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.