জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে চলতি বছরের জন্মদিনে প্রেমিকা গৌরি স্প্র্যাটকে সবাইকে পরিচয় করিয়ে দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এরপর থেকে নেটপাড়ায় তাঁর নতুন সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি।
বেঙ্গালুরুতে বসবাস করা গৌরির সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল আজ থেকে ২৫ বছর আগে। তবে এর পর দীর্ঘদিন যোগাযোগ ছিল না। দু’বছর আগে আবার দেখা হয় তাঁদের, যেখান থেকে শুরু হয় নতুন সম্পর্কের সূত্রপাত।
সিনেমার জগতে গৌরির তেমন কোনো পরিচিতি নেই। আমিরের সঙ্গে পরিচয়ের আগে মাত্র দু’টি ছবিই দেখেছেন তিনি—‘লগান’ ও ‘দিল চাহতা হ্যায়’। আমিরের অভিনয় কেমন লাগে গৌরির?
সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরি বলেন, ‘ভালো লাগে, তবে আরও ভালো হতে পারে।’ পাশে বসে থাকা আমিরও সম্মতিসূচকভাবে মাথা নেড়ে জানান, ‘হ্যাঁ, আমি সহমত।’ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর গৌরি ধীরে ধীরে আমিরের আরও অনেক ছবি দেখেছেন। তাঁর প্রিয় ছবির তালিকায় রয়েছে ‘আকেলে হম আকেলে তুম’।
বলিউডের অন্দরে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে খ্যাত আমির খান অভিনয়ের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। প্রতি বছর নয়, সময় নিয়ে ছবি বানান তিনি। সমালোচকরাও তাঁর অভিনয়ের প্রশংসা করেন।
গৌরির কথায়, ‘আমিরের সঙ্গে সময় কাটানো আর তাঁর কাজ বুঝতে পারাটা নতুন এক অভিজ্ঞতা।’