সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নারী কেলেঙ্কারির অভিযোগে কান উৎসবে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:০৯ এএম

নারী কেলেঙ্কারির অভিযোগে ফরাসি অভিনেতা থিও নাভারো-মুসিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কান চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার (১৫ মে) রাতে ‘দোসিয়ে ১৩৭’ চলচ্চিত্র প্রদর্শনীর আগে তিনি লালগালিচায় অংশ নিতে পারবেন না।

এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়ছে ডমিনিক মোল পরিচালিত দোসিয়ে ১৩৭, যেখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন থিও নাভারো-মুসি। প্যালেস দে ফেস্টিভ্যাল থিয়েটারে সিনেমাটি প্রিমিয়ারের আগমুহূর্তে তাঁকে লালগালিচা থেকে নিষিদ্ধ করার খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নাভারো-মুসির এক প্রতিনিধির কাছে মন্তব্য জানতে চাইলেও গণমাধ্যমের অনুরোধে সাড়া দেননি তিনি।

তবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হাউট এট কোর্ট’র এক বিবৃতিতে বলা হয়, ‘গত সপ্তাহে কান উৎসব কর্তৃপক্ষ দোসিয়ে ১৩৭-এর একজন অভিনেতার বিরুদ্ধে একটি সতর্ক বার্তা পেয়েছিল, যিনি আমাদের ছবির শুটিংয়ের অনেক আগে ২০২৩ সালের একটি মামলায় অভিযুক্ত ছিলেন। ২০২৫ সালে মামলাটি খারিজ হয়ে যায়, কিন্তু বাদীরা এই রায়ের প্রতিক্রিয়ায় একটি দেওয়ানি মামলা করার ইচ্ছা পোষণ করেন।’

এতে আরও বলা হয়, ‘যদিও অভিযোগগুলো মূলত ছবিটি নির্মাণের অনেক আগে থেকেই ছিল, আমরা উৎসব ব্যবস্থাপনার সাথে একমত হয়েছি যে, বাদীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের শুনানির অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে, অভিযুক্তদের নির্দোষতার ধারণাকে সম্মান করে, কানে ছবিটির সঙ্গে প্রশ্নবিদ্ধ ব্যক্তি যাবেন না।’

এ বিষয়ে কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো গণমাধ্যমে বলেন, ‘নিষিদ্ধের প্রক্রিয়া এখনও চলমান।’

নাভারো-মুসির বিরুদ্ধে তাঁর তিন প্রাক্তন ধর্ষণ ও যৌন নীপিড়নের অভিযোগ তুলেছেন। তবে অভিনেতার এক আইনজীবী জানান, প্রমাণের অভাবে গত মাসে তিন প্রাক্তন দাম্পত্যসঙ্গীর পক্ষ থেকে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে দায়ের হওয়া মামলা খারিজের পর দেওয়ানি আপিল বিবেচিত নয়।

প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি...
ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে প্রথম দিকে মাতামাতি থাকলেও ঈদের পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তানিম নূরের ‘উৎসব’। মুক্তির তিন সপ্তাহ পার হলেও দর্শকের ভিড় কমছে না, বরং...
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এ সিরিজের গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীকে (জিতেন্দ্র কুমার) ঘিরে, যিনি কোথাও চাকরি না পেয়ে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল...
বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের নিয়ে ভিন্ন আমেজের সেলেব্রিটি টকশো ‘কথোপকথন’। মূলত এই অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত এবং কাজের বিষয় নিয়ে হবে নানাবিধ আলাপচারিতা। যেখানে তাঁরা শোনাবেন তাঁদের না...
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, রাজনৈতিক অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে।
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা...
দিনাজপুরের বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সাধক চন্দ্র রায় (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামের একটি পুকুর  থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.