সমাধান যখন সালমান শাহ
১৯৯২ সাল। খ্যাতনামা এক প্রযোজনা সংস্থা ভারত থেকে বলিউডের তিনটি সিনেমার কপিরাইট আনে রিমেক করার জন্য। যার একটি তৈরি করবেন সোহানুর রহমান সোহান। কিন্তু তিনি তখনকার কোনো অভিনেতা-অভিনেত্রীর ওপর ভরসাটা করতে ঠিক পারছিলেন না নির্মাতা। খুঁজতে থাকেন নতুন মুখ।
পেয়ে যান মৌসুমীকে। তবে নায়ক নিয়ে চিন্তায় পড়ে যান। সমাধান হিসেবে সামনে আসেন ইমন নামের একটি ছেলে। যার পুরো নাম চৌধুরী মোহাম্মদ সালমান শাহরিয়ার। সবার প্রিয় সালমান শাহ।
সালমান বেছে নেন ‘কেয়ামত থেকে কেয়ামত’
সালমান শাহকে প্রথমে ‘সনম বেওয়াফা’র রিমেকে অভিনয়েরর প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি পছন্দ করেন ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাটি। কারণ এটিত২৬বার দেখা হয়েছে তার। পরিচালক সোহান সিদ্ধান্ত নেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ হবে সিনেমাটি।
সিনেমা-নাটক নয়, গানে
সিনেমা বা নাটক নয়, পর্দায় সালমান শাহ প্রথম আসেন গানের মাধ্যমে। আশির দশকের মাঝামাঝি সময়ে জনপ্রিয় ইত্যাদিতে মডেল হিসেবে প্রথম পর্দা আবির্ভাব ঘটেছিল তার। তখন তার নাম ছিল ইমন। এতে সালমানের সঙ্গে তার মা নীলা চৌধুরীও অভিনয় করেন।
ভিডিও দেখুন:
মোট ২৭টি সিনেমা মুক্তি পেয়েছিল তার। দুয়েকটা বাদে যার সবগুলোই ছিল সুপার হিট। এর মধ্যে ১৪টিতেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন নায়িকা শাবনূরের সাথে। শাবনূর ছাড়াও মৌসুমী, শাহনাজ, লিমা, কাঞ্চি, শাবনাজ, বৃষ্টিসহ কয়েকজন নায়িকার সাথে জুটি বেঁধেছেন তিনি।
এক নজরে সালমান শাহ
আসল নাম: চৌধুরী সালমান শাহরিয়ার ইমন
জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রবিবার
বাবা: কমর উদ্দিন চৌধুরী
মা: নীলা চৌধুরী
স্ত্রী: সামিরা
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
প্রথম চলচ্চিত্র: কেয়ামত থেকে কেয়ামত
শেষ ছবি: বুকের ভেতর আগুন
প্রথম নায়িকা: মৌসুমী
সর্বাধিক ছবির নায়িকা: শাবনূর (১৪টি)
মোট ছবি: ২৭টি
ধারাবাহিক নাটক: পাথর সময়, ইতিকথা
একক নাটক: আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
বিজ্ঞাপনচিত্র: মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার
সালমান শাহ অভিনীত ছবির তালিকা
ছবির নাম, ছবি মুক্তির তারিখ—
কেয়ামত থেকে কেয়ামত – ১৯৯৩ সালের ২৫ মার্চ
তুমি আমার – ১৯৯৪ সালের ২২ মে
অন্তরে অন্তরে – ১৯৯৪ সালের ১০ জুন
সুজন সখী – ১৯৯৪ সালের ১২ আগস্ট
বিক্ষোভ – ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
স্নেহ – ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
প্রেমযুদ্ধ – ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর
কন্যাদান – ১৯৯৫ সালের ৩ মার্চ
দেনমোহর – ১৯৯৫ সালের ৩ মার্চ
স্বপ্নের ঠিকানা – ১৯৯৫ সালের ১১ মে
আঞ্জুমান – ১৯৯৫ সালের ১৮ আগস্ট
মহামিলন – ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
আশা ভালোবাসা – ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
বিচার হবে – ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
এই ঘর এই সংসার – ১৯৯৬ সালের ৫ এপ্রিল
প্রিয়জন – ১৯৯৬ সালের ১৪ জুন
তোমাকে চাই – ১৯৯৬ সালের ২১ জুন
স্বপ্নের পৃথিবী – ১৯৯৬ সালের ১২ জুলাই
সত্যের মৃত্যু নেই – ১৯৯৬ সালের ৪ অক্টোবর
জীবন সংসার – ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
মায়ের অধিকার – ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
চাওয়া থেকে পাওয়া – ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
প্রেম পিয়াসী – ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
স্বপ্নের নায়ক – ১৯৯৭ সালের ৪ জুলাই
শুধু তুমি – ১৯৯৭ সালের ১৮ জুলাই
আনন্দ অশ্রু – ১৯৯৭ সালের ১ আগস্ট
বুকের ভেতর আগুন – ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর