ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। বেঁচে থাকলে আজ এই নায়ক পা রাখতেন ৫৩ বছরে।
মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটকে অভিনয় করেন সালমান শাহ। তাঁর সময়ে তিনি হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। কিন্তু নিয়তির বিধান, ভক্তদের কাঁদিয়ে মাত্র ২৪ বছর ১১ মাস বয়সেই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান এই ‘স্বপ্নের নায়ক’। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমানের মরদেহ উদ্ধার হয়।
মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও ঢালিউডের এই হার্টথ্রব নায়ক। জন্মদিনে তাঁর স্মরণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বিশেষ আয়োজন। সালমান শাহ স্মরণে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বিকাল ৩টায় প্রদর্শিত হবে মতিন রহমান পরিচালিত সিনেমা ‘তোমাকে চাই’। এতে অভিনয় করেছেন দর্শকনন্দিত সালমান শাহ-শাবনূর জুটি। টিকিট কাটতে হবে না, চলচ্চিত্রটির প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ।
এছাড়া সালমানের জন্মদিনে তাঁর স্মরণে গান ও সিনেমা দিয়ে সাজানো বেশ কিছু আয়োজন থাকছে বৈশাখী টেলিভিশনের পর্দায়। আজ দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’। এতে আরও অভিনয় করেছেন শাবনূর, ববিতা, আসাদ, রাজীব প্রমুখ। রাত ১২টায় প্রচার হবে সালমান শাহ, শাবনূর, হুমায়ুন ফরীদি অভিনীত সিনেমা ‘বিচার হবে’।
চ্যানেলটির পর্দায় বেলা ১টায় থাকছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় ‘শুধু সিনেমা গান’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে। এরমধ্যে রয়েছে সালমান শাহ-মৌসুমী অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’; সালমান শাহ-শাবনুর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্র’; সালমান শাহ-শাবনাজ অভিনীত ‘মায়ের অধিকার’, সালমান শাহ ও শাহনাজ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।