মাত্রই খবর এসেছে অভিনেতা আহমেদ রুবেল আর নেই। আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল। তবে এর আগে পৌঁছাল তাঁর মৃত্যুর খবর।
তবে অভিনেতার মৃত্যুর খবরের পরও সিনেমা সংশ্লিষ্টরা শো বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠান থেকে সন্ধ্যা ৭টা নাগাদ বিষয়টির ঘোষণা দিয়েছেন এর অভিনেত্রী জয়া আহসান।
তিনি বলেন, ‘এখন আসলে কথা বলার মতো অবস্থায় নেই। আহমেদ রুবেলও হয়তো চাইতেন না শো-টা বন্ধ হোক। প্রদর্শনী চলবে। নির্মাতা নুরুল আলম আতিক এটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফসহ অনেকে।