সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এখনও সেই চরিত্রটি পাইনি: জয়া আহসান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) একইদিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে তাঁর দুটি ছবি। একটি নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, অন্যটি পশ্চিমবঙ্গের সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’। 

সিনেমা দুটি মুক্তির প্রাক্কালে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যাতে উঠে এসেছে ঢালিউড-টলিউড, ইরানের ফজর চলচ্চিত্র উৎসব ও ক্যারিয়ারে চরিত্র বাছাইসহ নানা প্রসঙ্গ। 

বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’ আর পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’—আপনি কোন ছবিকে ভোট দেবেন, এমন প্রশ্নে জয়ার ভাষ্য, ‘শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আমি কলকাতায় থাকব। কিন্তু চাই দুটো ছবিই যাতে দুই দেশের দর্শক দেখেন।’

ভূতপরী সিনেমার দৃশ্যে জয়া। ছবি: সংগৃহীত

প্রায় ১১ বছর ধরে টলিউডে অভিনেত্রী। একে একে উপহার দিয়েছেন ‘আবর্ত’, ‘রাজকাহিনী’, ‘ঈগলের চোখ’, ‘বিনিসুতোয়’, ‘দশম অবতার’, ‘অর্ধাঙ্গিনী’র মতো উল্লেখযোগ্য সিনেমা। সেই টলিউডের পরিস্থিতি নিয়ে জয়ার ভাষ্য, ‘‘করোনার পর তো এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। স্বাধীন ছবিও তৈরি হচ্ছে। কিন্তু একসঙ্গে আরও ভালো ছবি প্রয়োজন। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আরও একটা জিনিস, দর্শককে আমরা ইন্ডাস্ট্রির লোকেরা একটু ‘বোকা’ ভাবি। সেটা ঠিক নয়।’’

এদিকে, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তাঁর ভাষ্য, ‘বাংলাদেশে আমরা অনেক বেশি ইন্টারেস্টিং চরিত্র পাই। সেখানে খারাপ ছবিও রয়েছে। কিন্তু আমার দেশের ছবিতে প্রেমটা প্রচণ্ড বেশি থাকে। টলিউডে সেটা একটু কম মনে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক ভালো কাজ এখানে হচ্ছে। টলিউডে নতুনদের সঙ্গেও কাজ করতে চাই। সিনিয়ররা যেন আরও ডায়নামিক চরিত্রে আমাকে ভাবেন, সেটাই চাই। আসলে ভালো চরিত্র নয়, আমি ভালো ছবির অংশ হতে চাই।’

পেয়ারার সুবাস সিনেমায় জয়া। ছবি: সংগৃহীত

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন জয়া। সেই হিসেবে প্রায় ২০ বছর হয়ে গেল সিনেদুনিয়ায়। তবে তিনি কি এরই মধ্যে সেরা চরিত্রটি পেয়েছেন? জয়া বললেন, ‘আমি অপেক্ষায় রয়েছি। শিল্পী হিসেবে আমি স্বার্থপর হতেই পারি। তাই মনে হয়, এখনও সেই চরিত্রটি পাইনি।’

এ ছাড়াও ওই সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভ্যালের অভিজ্ঞতা। সেখানে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত প্রথম ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী প্রমুখ। এর গল্প লিখেছেন মুমিত আল রশিদ। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।

প্রসঙ্গত, পেয়ারার সুবাস ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ। অন্যদিকে, ভূতপরী ছবিতে তিনি ছাড়াও অভিনয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ। 

তুমুল জনপ্রিয় ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল সিতারে জামিন পার। এতে আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজা। এছাড়া এ সিনেমায় দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করেছেন।...
সম্প্রতি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে অতিথি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন। তবে প্রদর্শনীতে...
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা আসিফ আকবর ২০২৩ সালে তৈরি করেছিলেন ‘এমআর-নাইন’। এই সিনেমায় হলিউডের খ্যাতনামা তারকারা অভিনয় করেন। সে তালিকায় ছিলেন ফ্র্যাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো...
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ এখন দেশীয় দর্শকের আলোচনায়। মুক্তির পর থেকেই হলগুলোতে বেশ রমরমা ব্যবসা করছে সিনেমাটি। ঈদে অল্প সংখ্যাক হলে মুক্তি পেলেও দর্শকদের চাহিদায় এরইমধ্যে বেড়েছে হল...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্ম  রোগ ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন...
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার মাস পর এ সংস্করণে খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবির...
গ্যাসলাইটিং এক ধরনের মানসিক নির্যাতনের পদ্ধতি, যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অন্য একজনকে তার নিজের উপলব্ধি, স্মৃতি বা বাস্তবতা নিয়ে সন্দিহান করে তোলে। এটি ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.