ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। কাজের বাইরে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। অভিনয়ের পাশাপাশি পরী আবার বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। কাজের পাশাপাশি ভক্ত- শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ব্যক্তিজীবনের অনেক কিছুই শেয়ার করেন তিনি।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার পরী ফেসবুকে লিখেছেন, ‘যেখানে সম্মান নাই, সেখানে যেতে নাই।’ শেষে এ-ও লিখেছেন, ‘এটাই আসল কথা। তাদের বোধোদয় হোক।’
হঠাৎ কেন এমন পোস্ট পরীর, প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে। অনেকে আবার তাঁর কথার সঙ্গে সহমতও জানিয়েছেন।
ক’দিন আগে চলচ্চিত্রের দুর্বৃত্তায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পরী মণি। বলেছিলেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক, শুয়োরের বাচ্চাদের জন্যে সিনেমার *** মারা হচ্ছে। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’
প্রসঙ্গত, সম্প্রতি কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে বেশ কিছু নতুন কাজও হাতে নিয়েছেন তিনি। এদিকে, গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরী অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন।