সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

জয়কে নিয়ে দুই নায়িকার পাল্টাপাল্টি ক্ষুব্ধ প্রতিক্রিয়া

আপডেট : ১৬ মে ২০২৪, ১১:৫৮ এএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান বিয়ে করতে চলেছেন—এই গুঞ্জনে আলোচনায় এসেছেন নবাগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। নায়ক যেহেতু জানিয়েছিলেন ডাক্তার মেয়ে তাঁর পছন্দ, সেই হিসেবে অনেকে এতে মিষ্টিকে জড়িয়েছেন! যিনি ঢাকাই সিনেমার একজন অভিনেত্রী, পাশাপাশি একজন চিকিৎসকও বটে। তবে শাকিব কাকে বিয়ে করবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। 

এ বিষয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি বলেছেন, ‌‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’

এবার জয়ের এই কথার সূত্র ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি জান্নাত। যা এখন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত বিষয়। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জাও।

মিষ্টির দাবি, শাহরিয়ার নাজিম জয় তাঁকে চেনেন। একসঙ্গে তাঁরা তিনটি শো করেছেন। তারপরও না চেনার অভিনয় করে ‘ওই মেয়ে’ বলে উল্লেখ করেছেন জয়! এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিষ্টি বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’

এই নায়িকা আরও বলেন, ‘সে (জয়) আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই? অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’ 

অভিনেত্রীর বিস্ফোরক দাবি, জয় তাঁকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে এলে একসঙ্গে বসে কফি খান। তবুও তাঁকে না চেনার ভান করেছেন। মিষ্টি জান্নাত বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’

সিনিয়র শিল্পীকে নিয়ে মিষ্টি জান্নাতের এসব কথায় চটেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। বিষয়টি নিয়ে তিনি সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম, শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ, তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।’ 

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই পদচিহ্ন রেখে গেছেন হুমায়ুন ফরীদি। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবনের হাতেখড়ি। তবে টিভি নাটক ও চলচ্চিত্রে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তাও পেয়েছিলেন...
ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে টিভি পর্দার প্রিয়মুখ এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ দম্পতি তৈরি করেছেন একটি বিশেষ রান্নাঘর, যার নাম ‘ভালোবাসার কিচেন’। এই রান্নাঘরে রান্না হবে মজার মজার রেসিপি, হবে...
১৫ জানুয়ারির মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতির ছুরিতে গুরুতর জখম হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সেই রাতেই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দিন পাঁচেক পর ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া...
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিব হৃদয় খুলিয়া’ গানটির সঙ্গে উন্মুক্ত হয়েছে নীল সুখের ট্রেলার। এরসঙ্গে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহানের অভিনয় মন কেড়েছে দর্শকের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বুধবার স্থানীয় সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.