সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

কানের প্রতিযোগিতায় আদনান আল রাজীব

আপডেট : ১৬ মে ২০২৪, ০৩:৩৮ পিএম

ভূমধ্যসাগর তীরে মঙ্গলবার (১৪ মে) পর্দা উঠেছে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের। অফিসিয়ালি বাংলাদেশ থেকে এ বছর মনোনয়ন পায়নি কোনো সিনেমা। তবে পরোক্ষভাবে রয়েছে! নিজের প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য ‘র‌্যাডিক্যালস’ নিয়ে কান উৎসবে অংশ নিয়েছেন নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো।  

এটি মূলত ফিলিপাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রযোজনায় ক্রিস্টিন ডে লিয়ন। আদনান আল রাজীব ও তানভীর হোসেনের সঙ্গে এটি সহ-প্রযোজনা করেছেন ডমিনিক ওয়েলিনস্কি। 

কানের সমান্তরাল বিভাগ ‘ক্রিটিকস উইক’-এর ৬৩তম আসরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। এরইমধ্যে রাজীবও পৌঁছেছেন ফরাসি সমুদ্রতীরে। সঙ্গে রয়েছেন সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীরা। 

বাংলাদেশি চলচ্চিত্রাঙ্গন থেকে কান উৎসবে যোগ দেওয়ায় রাজীবকে শুভেচ্ছায় ভাসিয়েছেন সহকর্মীরা। অভিনেতা সাজু খাদেম, নির্মাতা মোস্তফা কামাল রাজ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূরসহ অনেকেই সামাজিকমাধ্যমে শুভকামনা জানিয়েছেন তাঁকে।

এক পোস্টে সাবিলা নূর লিখেছেন, ‌‘তোমার জন্য গর্বিত, আমার ভাই আদনান আল রাজীব! শর্টফিল্ম র‌্যাডিক্যালস-এর জন্য কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল মনোনয়ন পাওয়ায় তোমাকে অভিনন্দন!’     

চলচ্চিত্রটির আরেকটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মেহজাবীন চৌধুরী বলেছেন, ‌‘কানে অফিসিয়াল সিলেকশন! একজন প্রযোজক হিসেবে কানে যাওয়া এবং র‌্যাডিক্যাল শর্টফিল্মের অফিসিয়াল মনোনয়ন পাওয়ায় অভিনন্দন আদনান আল রাজীব! আমাদের গর্বিত কর, সবসময়।’ 

ফিলিপাইনের সংস্কৃতি মোরগ-নাচের একটি প্রতিযোগিতাকে ঘিরে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র র‌্যাডিক্যালস। গল্পে দেখা যাবে, একটি মোরগ-নৃত্যদলের আনাড়ি এক তরুণ বাজে নাচের কারণে উপহাসের মুখে পড়ে। একের পর এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে সে বুঝতে পারে দলটি তাদের দুর্বলতাকে কীভাবে উতরে উঠবে। এতে অভিনয় করেছেন টিমোথি কাস্তিলো, রস পেসিগ্যান, এলোরা এসপানো।

এর আগে কান উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে ২০০২ সালে মনোনয়ন পেয়েছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’। পুরস্কারও জিতে নিয়েছিল এটি। এ ছাড়া ২০২১ সালে বাংলাদেশ থেকে কানের অফিসিয়াল সিলেকশনে প্রথম সিনেমা হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। এটি প্রতিযোগিতা করেছিল আঁ সাঁর্তে রিগা বিভাগে।

বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে টফি। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য...
অভিনয়ের পাশাপাশি অকল্পনীয় বিভিন্ন স্টান্টের জন্যও বিশ্বজোড়া খ্যাতি কুড়িয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির ৮ম কিস্তি ‘মিশন: ইম্পসিবল—দ্য...
মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‌‌‘জংলি’। এর আগে এই সিনেমার লুকে তাঁকে মুখভর্তি লালচে গোঁফ-দাঁড়ি আর উসকো-খুসকো চুল দেখে দর্শকরা চমকে উঠেছিলেন। এবার অভিনেতাকে দেখা গেল জংলির নতুন বা ভিন্ন...
ঢালিউডে বাণিজ্যিক ছবির সফল নির্মাতা বদিউল আলম খোকন। দীর্ঘদিন পর আবারও সিনেমা হলে ফিরলেন তিনি। আজ মুক্তি পাচ্ছে তাঁর নির্মিত নতুন সিনেমা ‘দায়মুক্তি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রবীণ...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। মাটির নিচে এখনো অনেক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.