বড় পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তবে কবে মুক্তি পাচ্ছে, এখনও তা চূড়ান্ত হয়নি।
এর আগে সিনেমাটি বেশ কিছু আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। কুড়িয়েছে দর্শকদের প্রশংসা।
এবার দেশে মুক্তির ঘোষণা দিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে চরকি লিখেছে, ‘‘অপেক্ষার পালা শেষ, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর, আপনাদের ‘প্রিয় মালতী’ আসছে আপনাদের কাছে।’’
সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গল্পটি আমার লেখা। আমার দর্শনের অনেক কিছুই এখানে প্রতিফলিত হয়েছে। তাছাড়া এ সিনেমায় রাজনীতির প্রসঙ্গও আছে, তবে এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করেত পারবেন।’
এতে নামভূমিকায় রয়েছেন মেহজাবীন। অন্যান্য চরিত্রে রয়েছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।
প্রসঙ্গত, এর আগে ‘সাবা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যে তা টরন্টো, বুসান, রেড সি’র মতো মর্যাদাকর আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।