সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

বাংলাদেশের সঙ্গে আমার নাম, শুনতেই গর্ব হচ্ছিল: মেহজাবীন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

শেষ হতে চলেছে ২০২৪। ক্যালেন্ডারের পাতা উল্টালেই নতুন বছর। পুরনো গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ব। এমন মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সব মিলিয়ে, বিদায়ী বছরটি (২০২৪) অভিনেত্রীর জন্য বেশ তাৎপর্যময়। চলচ্চিত্রে অভিষেক করেছেন তিনি। নিজের চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।  

বছরের শেষ দিন মেহজাবীন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘২০২৪-এ যাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে, বা যারা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত ইতিবাচক মানুষ ছিল যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা স্বাচ্ছন্দ্য বানিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে পারফর্ম করতে পেরেছি।’

মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যোগ করে তিনি বলেন, ‘‘আমি সত্যিই ভাগ্যবান যে ‘প্রিয় মালতী’ এবং ‘সাবা’ সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, যেমন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, আল্টারনেটিভা ফিল্ম ফেস্টিভ্যাল এবং রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে।’’

পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমার পরিবারকে নিয়ে বলতে গেলে, তাদের জন্যও আমি খুব কৃতজ্ঞ। তারা সবসময় আমাকে বুঝেছে, সাপোর্ট করেছে, যদিও আমি ঠিকমতো সময় দিতে পারিনি। তবুও তারা সবসময় আমার পাশে ছিল, আর আমি তাদের সঙ্গেই ছিলাম, অন্তত মন থেকে। তবে প্রতিজ্ঞা করছি, আগামী বছর আমি আরও বেশি সময় বের করার চেষ্টা করব পরিবারের জন্য।’

চলতি বছর আলোচনায় এসেছে মেহজাবীন অভিনীত বেশকিছু কাজ। দর্শকের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা এই বছরের ‘আরারাত’, ‘তিথিডোর’, ‘ফরগেট মি নট’ আর ‘প্রিয় মালতী’—এই চারটি প্রজেক্টকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, তা অভূতপূর্ব! একজন অভিনেতা হিসেবে এই বছরটা সত্যিই অসাধারণ ছিল, আর আমি এর থেকে বেশি কিছু চাইতেও পারতাম না।’’

দেশীয় চলচ্চিত্র ও ওটিটি’র বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করে অভিনেত্রী বলেন, ‘২০২৫ নিয়ে আমি খুব এক্সাইটেড! চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এই বছরের তুলনায় দ্বিগুণ হয়। ওটিটি কনটেন্টে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে।’

পোস্টে ছবিটি শেয়ার করেন মেহজাবীন

এ ছাড়া সম্প্রতি অভিনয়ে নাম লেখিয়েছেন মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। মুক্তি পেয়েছে তাঁর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’। 

মেহজাবীন বলেন, ‘আরেকটা জিনিস নিয়ে আমি খুব খুশি—মালাইকা। আমার ছোট বোনের প্রথম টিভিসি আর প্রথম নাটকের জন্য আপনারা যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন আর গ্রহণ করেছেন, তা আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় ব্যাপার। তার জন্য আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত।’

নতুন বছর উদযাপনে ভক্তদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে মেহজাবীন বলেন, ‘শেষে একটা কথা বলি—আমরা সবাই যেন এই দেশের দায়িত্বশীল নাগরিক হই। এমন কিছু করা থেকে বিরত থাকি যা আমাদের আশেপাশের মানুষ, প্রাণী বা পরিবেশের ক্ষতি করতে পারে। আমরা জানি ফায়ারওয়ার্কসের (আতশবাজি) কী কী সমস্যা, আর এটা জীবজগতের ওপর কীভাবে প্রভাব ফেলে। তাই এই কাজগুলো না করে দায়িত্বশীল থাকি।’

সবশেষে সৃষ্টিকর্তার কাছে নিজের সন্তুষ্টি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘জীবনটা উপভোগ করি, আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই, আর নতুন দিনের স্বপ্ন দেখি।’

একসময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝেমধ্যে তাঁকে নাটকেও দেখা গেছে। ইমরাউল রাফাতের ‘পাপপূণ্য’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং রাজিবুল...
বিয়ে ও সংসার এবং পরবর্তী সময়ে বিচ্ছেদ ও মামলা—এসব নিয়েই কেটেছে সময়। ফলে দীর্ঘদিন ধরে তাঁকে সেভাবে নতুন গানে পাওয়া যায়নি। দেখা যায়নি প্লেব্যাকেও। অবশেষে বিরতি ভেঙে গত বছর থেকেই গানে ফিরেছেন তিনি।...
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা তিন-চারটি সিনেমা শেষ করার পর আর নতুন কোনো ছবিতে কাজ করবেন না। ‘হাতে তিন-চারটি...
বহুল প্রতীক্ষিত এই সিনেমা পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। চলচ্চিত্রবোদ্ধারা বলছেন, মুক্তির তারিখে এমন পরিবর্তন সিনেমাটিকে বক্স অফিসে ভালো ব্যবসা করতে সাহায্য করবে। এ ছাড়া, পিছিয়ে দেওয়ার এই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.