সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

খাদান সিনেমা দেখে ফেরার পথে তর্ক, ছাত্রের আত্মহত্যা!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে বড় পর্দা এবং দর্শকদের মনে এখন একটাই ছবির রাজত্ব করছে—‘খাদান’। সম্প্রতি উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক ছাত্র সিনেমাটি দেখতে গিয়েছিল। দেখে বাড়ি ফিরতে কিছু সময় পরেই সে আত্মহত্যা করে।

জানা গেছে, গৃহশিক্ষক তার ছাত্রদের নিয়ে খাদান সিনেমাটি দেখতে গিয়েছিলেন। চলচ্চিত্র শেষে বাড়ি ফেরার পথে গৃহশিক্ষক সেলফি তোলার প্রস্তাব দিলে, ছাত্রটি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর শিক্ষক তাকে বকাবকি করেন। শিক্ষকের অভিযোগ, ছাত্রটি তাকে খারাপভাবে কথা বলার পর, শিক্ষক তাকে শাসন করেছিলেন। তবে, ছাত্রটি সেই বকা এবং কথাবার্তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বলে জানা যাচ্ছে।

প্রয়াত ছাত্রের নাম রাজা দে। তিনি শ্যামনগর কান্তিচন্দ্র হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রাজার বাবা পেশায় রাজমিস্ত্রী। ১৪ জানুয়ারি, রাজা তার গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের সঙ্গে খাদান দেখতে গিয়েছিল। বাড়ি ফিরে, কেউ না থাকার সুযোগে ১৫ জানুয়ারি সকালে আত্মহত্যার পথ বেছে নেয় রাজা।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। গৃহশিক্ষকের সঙ্গে মৃত ছাত্রের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত ছাত্রের পরিবার অভিযোগ করেছে যে গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের আচরণই রাজাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। তবে, গৃহশিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজাকে ভালোবাসতেন এবং এমন কিছু বলেননি যাতে ছাত্রটি আত্মহত্যা করতে পারে। তিনি দাবি করেছেন, তিনি প্রয়োজনে তাদের সমস্ত চ্যাট ইতিহাসও দেখাতে পারেন।

মৃত ছাত্রের মা বলেছেন, ‘আমার ছেলে অপমান সহ্য করতে পারেনি, সেই জন্যই সে আত্মহত্যা করেছে।’

সিনেমাটির পোস্টার। ছবি: দেব এন্টারটেইনমেন্টখাদান ছবিটি ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, ইধিকা পাল ও যিশু। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস। ছবির শেষে জানানো হয়েছে যে, এর পরবর্তী ভাগ অর্থাৎ ‘খাদান ২’ আসবে।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর, কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট...
যদিও পাহেলগমের সন্ত্রাসী হামলার পরই ফাওয়াদ তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, ‌‘পাহেলগমে এমন জঘন্য হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই ভয়ানক ঘটনার শিকার হতে হলো যাঁদের, তাঁদের জন্য প্রার্থনা করছি এবং...
প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’ জিতেছে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল)...
২০১৩ সালের এ দিনটি (২৪ এপ্রিল) কারও মনে থাকুক কিংবা না থাকুক, দেশের ইতিহাসে দিনটি লেখা থাকবে কালো অধ্যায় হয়ে। সেদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সাভারে রানা প্লাজা নামের ভবনটি ধসে পড়ে। এ দুর্ঘটনায়...
পাসপোর্টের তথ্য দিয়ে উড়োজাহাজের টিকিট বুকিংয়ের নতুন নিয়ম চালু হওয়ায় টিকিটের দাম এখনও তুলনামূলকভাবে কম। এতে যাত্রীরা স্বস্তিতে থাকলেও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (আটাব) বলছে, সিন্ডিকেট এখনও...
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার...
গ্রীষ্মের পাহাড়ে বাহারি ফুল। কৃষ্ণচূড়া, লাল সোনাইল, জারুল, সোনালু, কুরচিসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটেছে। বসন্তের শেষে প্রকৃতির শূন্যতা পূরণ করে লাল, হলুদ, বেগুনি রঙ ছড়ানো বুনো ফুল। বিবর্ণ পাহাড়ে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.