সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

‘মুজিব’ ছবিতে ৫ বছর দিয়েছি, অনুশোচনা করলে পেশাকেই অপমান করা হবে: ফারিয়া

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন পর, আওয়ামীপন্থী শোবিজ তারকারা বেশ চাপের মধ্যে পড়েছেন। বিশেষ করে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করার পর কয়েকজন শিল্পীকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া।

এখন আসছে ঈদে ‘জ্বীন ৩’ চলচ্চিত্রের মাধ্যমে ফিরছেন ফারিয়া। এরই মধ্যে ছবির ‘কন্যা’ গানটি নিয়ে দারুণ সাড়া পেয়ে দর্শক এবং শোবিজ তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। তবে, মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনা তিনি সহ্য করেছেন, তা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ফারিয়া।

একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?’

ফারিয়া তার জবাবে বলেন, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। বিশেষ এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল—এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই, এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি, তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’

সেসময়ের অবস্থা সম্পর্কে ফারিয়া বলেন, ‘‘যখন সিনেমায় আমার নাম এলো, বিশেষ করে শেখ হাসিনা চরিত্রের জন্য, পুরো বাংলাদেশ আমাকে অভিনন্দন জানাল। আর এখন পরিস্থিতি ভিন্ন। পুরো বাংলাদেশ আমার দিকে আঙুল তুলছে। একটা চরিত্র করার আগে শিল্পীদের এতে কিছু ভাবার সুযোগ থাকে না। আমি তো বলব, আমার সেই ক্ষমতা নেই যে, সরকার একটি চরিত্র করতে বলবে আর আমি সেটাকে ‘না’ বলে দেব। আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না।’’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’

এছাড়া, ফারিয়া এই পডকাস্টে আরও বলেন যে, ‘যখন একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসে, তখন তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না।’

ফারিয়া ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্নের সম্মুখীন হন। তিনি জানান, ‘আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’। ২০২০ সালে গোটা পৃথিবী যখন করোনা মহামারির প্রকোপে রীতিমতো থমকে গিয়েছিল, তখন সিনেমাটির কাজ শুরু হয়েছিল। গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেন...
ভিডিও গেম অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‌‘আনটিল ডন’ দিয়ে প্রত্যাবর্তন করেছেন জনপ্রিয় নির্মাতা ডেভিড এফ স্যান্ডবার্গ। শুক্রবার (২৫ এপ্রিল) আমেরিকার থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। 
এখন বিশ্বায়নের যুগ। বাকস্বাধীনতার সময়। সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমের রমরমা বাণিজ্যে পুরো দুনিয়াই হয়ে গেছে মতামত দেওয়ার উর্বর স্থান। তবে এক্ষেত্রে মতামত দেওয়ার চেয়ে বিচার করাটাই কি বেশি হয় না?...
হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসি—ভক্তদের চমকে দিয়ে ঠিক এই লুকেই হাজির হলেন অভিনেতা শরীফুল রাজ। সিনেমাটির নাম ‘ইনসাফ’। ২৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ্যে...
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন মারা গেছে। আজ সোমবার মুরাদনগর ও বরুড়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। 
মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মালেককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূ শারমিন ওই গ্রামের খলিল...
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নিশিকান্ত দুবে বলেন, ‘পাকিস্তান পানি সরবরাহ বন্ধ করতে ভারতকে প্ররোচিত করেছিল...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.