ঢালিউডে নতুন গুঞ্জন, ঈদে আটকে যাচ্ছে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান সিনেমা ‘বরবাদ’! শুটিং নীতি না মানাসহ বেশ কয়েকটি অভিযোগ এসেছে সিনেমার বিরুদ্ধে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে শাকিবের আরেকটি ছবি ‘অন্তরাত্মা’।
শাকিব খান ও কলকাতার দর্শনা বণিককে নিয়ে ২০২১ সালের মার্চ মাসে অন্তরাত্মা ছবিটির শুটিং শুরু হয়। ওই বছরই শেষ হয় শুটিং। ২০২২ সালের শুরুর দিকে এসে এটি মুক্তির জন্য প্রস্তুত করা হয়। এরপর আর মুক্তির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল (২২ মার্চ) হুট করেই সংবাদ আসে এটি জমা পড়েছে সেন্সর সার্টিফিকেট বোর্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
তিনি জানিয়েছেন, অন্তরাত্মা কিছু কারণে আটকে ছিল। অবশেষে সব কিছু ছাপিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। আজ (রবিবার) ছবিটি বোর্ডে প্রদর্শিত হবে।
ঈদের সপ্তাহখানেক বাকি; সিনেমা ইন্ডাস্ট্রি ইতোমধ্যে সরগরম হয়ে উঠতে শুরু করেছে। তবে রবিবার দুপুর পর্যন্ত আলোচনার শীর্ষে থাকা ছবিগুলোর মধ্যে ‘দাগি’ এবং ‘জংলি’র সেন্সরে জমা পড়ার খবর পাওয়া গেলেও জানা যায়, শাকিব-ইধিকা পালের বরবাদ এখনও জমা পড়েনি।
একাধিক সূত্র জানায়, সিনেমাটির সার্টিফিকেট বোর্ডে জমা দেওয়ার জন্য অনুমোদন মেলেনি। চলচ্চিত্রটির বেশিরভাগ শুটিং হয়েছে দেশের বাইরে। এতে ইধিকা পাল-যিশু সেনগুপ্তসহ একাধিক ভারতীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন।
এদিকে, শনিবার সিনেমা হল মালিক সমিতির ইফতার শেষে সংবাদ মাধ্যমগুলোর কাছেও যে কোনো মূল্যে ‘বরবাদ’ প্রদর্শনের কথা জানিয়ে সংগঠনটির নেতারা।
প্রদর্শক সমিতির নেতা আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, বরবাদ নিয়ে রবিবার অথবা সোমবারের মধ্যে দারুণ সুখবর পাওয়া যাবে আশা করছি।
শাকিবের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়ামের জংলি ছাড়াও মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিমের চক্কর ৩০২ ও সজল-ফারিয়ার জ্বীন ৩।