সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

হাসপাতালে অভিনেতা জাভেদ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরেই ক্যানসার ও হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই প্রবীণ শিল্পী। আজ বুধবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একদিকে তিনি ক্যানসার রোগী, অন্যদিকে রয়েছে হার্টের সমস্যা। এর আগেও তিনি দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।’

চিত্রনায়ক জাভেদের স্ত্রীর বরাত দিয়ে সনি রহমান আরও বলেন, ‘জাভেদ ভাই অনেক দিন ধরেই অসুস্থ। আজ হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাঁকে বাসার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।’

প্রসঙ্গত, উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে ১৯৬৪ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় জাভেদের। তবে জনপ্রিয়তা পান ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর নায়িকা ছিলেন শাবানা। অভিনয় জীবনে তিনি কাজ করেছেন প্রায় ২০০টি সিনেমায়। নব্বই দশক পর্যন্ত সিনেমা জগতে তাঁর ছিল গৌরবময় সময়।

তাঁর অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে—‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ প্রভৃতি।

শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। সিডনিতে মুক্তির পর পরই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় উন্মাদনা—একটার পর একটা শো হাউসফুল। এমনকি, আবেগে ভেসে অনেক দর্শক সিনেমা শেষে চোখ মুছতে মুছতে হল...
চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতে সরব ছিলেন কিংবদন্তি সোহেল রানা। এবার অবসরের ঘোষণা দিয়েছেন এ অভিনেতা ও প্রযোজক। ৭৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘১৯৭৩ সালে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করি। বর্তমানে বয়স ও...
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর বেশ ভালোভাবেই দর্শক হৃদয় ছুঁয়েছে এটি। যে কয়টি সিনেমা হলে তা প্রদর্শিত হচ্ছে, সব জায়গায় রীতিমতো হাউজফুল যাচ্ছে। ফলে হল...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৭ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দিনটিকে ঘিরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। আজ...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.